ভারতেও 'দেবী'

‘ক্রিস ক্রস’ ছবিতে জয়া আহসান
‘ক্রিস ক্রস’ ছবিতে জয়া আহসান

আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’। ছবিটি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। এবার জানা গেছে, বাংলাদেশের পর ছবিটি ভারতেও মুক্তি দেওয়া হতে পারে। তেমনই সম্ভাবনা আছে। দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কলকাতায় দেখানোর চেষ্টা করব। আমার বিশ্বাস “দেবী”র দর্শক এখানে আরও বেশি।’

‘দেবী’ ছবির প্রযোজক জয়া আহসান। ছবিতে তিনি অভিনয়ও করেছেন। উপন্যাসের ‘রানু’ চরিত্রে পর্দায় অভিনয় করেছেন তিনি। শুরুতেই প্রযোজক হিসেবে এমন একটি উপন্যাসকে বেছে নেওয়ার ব্যাপারে বললেন, ‘ছোট থেকে ইচ্ছা ছিল, আহা, এই ক্যারেক্টারটা যদি করা যায়। প্রযোজক হিসেবে আমার কিন্তু উচিত ছিল বাণিজ্যিক ছবি তৈরি করা, যা থেকে সহজেই টাকা উঠে আসবে। কিন্তু আমি যে জীবনটা বিশ্বাস করি, যে ছবির সঙ্গে থাকতে চেয়েছি, স্ট্রাগল করেছি, চেষ্টা করেছি সেই ধরনের কাজ করতে।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। কিন্তু টাকার কথা ভাবতে গিয়ে নিজের প্রোডাকশন হাউস থেকে এমন কোনো ছবি করতে চাইনি, যা আমি নিজেই বিশ্বাস করি না।’

উপন্যাসের সঙ্গে পর্দার ‘দেবী’র কতটা মিল আছে? জয়া আহসান বলেন, ‘বইতে আছে নীল খামে চিঠি আসার কথা। তা দিয়ে সম্পর্কটা তৈরি হয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে ফেসবুক ছাড়া তা বোঝানো ঠিক হবে না। এ ধরনের কিছু পরিবর্তন রয়েছে। তবে মূল ভাবটা ধরে রাখার চেষ্টা করেছি। আমার মিসির আলি হুবহু বইয়ের মতো নয়। একটু অন্য রকম। কিন্তু বিশ্বাসযোগ্য। চেষ্টা করেছি বইয়ের কাছাকাছি থাকতে।’

‘দেবী’ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া ছবিতে রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

‘দেবী’ ছবিতে জয়া আহসান
‘দেবী’ ছবিতে জয়া আহসান

এদিকে ১০ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন ছবি ‘ক্রিস ক্রস’। পাঁচটি মেয়ের গল্প নিয়ে এই ছবি। পরিচালক বিরসা দাশগুপ্ত। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘মিস সেন’। এই চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘এখানে আমার স্টাইলটা অন্য রকম। আর মিস সেনকে অন্যভাবে প্রজেক্ট করেছি। যখন স্ক্রিপ্ট শুনেছিলাম, ছবির অন্য চরিত্রগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভালো লেগেছে। এমন চরিত্র আগে করিনি। অনেক গ্রে শেডস আছে। রাগ, ঘৃণা, সবই এক্সটিম।’

‘ক্রিস ক্রস’ ছবিতে নিজের পোশাকের ব্যাপারে জয়া আহসান বললেন, ‘এটাই রিয়েল জয়ার কস্টিউম। আমাদের কস্টিউম করেছেন জয়ন্তী। তিনি খুব ভালো কাজ করেছেন। কিন্তু আমার খুব তাড়াহুড়ো ছিল। তখন আমার ওয়ার্ডরোবের সঙ্গে কিছু মিলে যায়। জয়ন্তীরও তা পছন্দ হয়। আমিও পরে নিলাম। ওগুলোই আসলে আমি।’

এরপর আগামী পূজার সময় মুক্তি পাবে সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’। এই ছবিতে ‘ভাওয়াল সন্ন্যাসী’র চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। জয়া বললেন, ‘এখানে আমি তাঁর বোন। গল্পের জন্য খুব প্রয়োজনীয় চরিত্র। বোনের কারণে অনেক কিছু ঘটে।’

কলকাতায় জয়া আহসানের আরেকটি ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’। পরিচালক অর্ণব পাল।