মাইলসে ফিরলেন শাফিন

মাইলস ব্যান্ডের সদস্যরা
মাইলস ব্যান্ডের সদস্যরা

মাইলস ভক্তদের জন্য সুখবর। শাফিন আহমেদ আবার ফিরে আসছেন এই ব্যান্ডে। পুরোনো লাইনআপ নিয়ে শিগগিরই গানের দলটি প্র্যাকটিস শুরু করছে, পাওয়া যাবে নতুন গানও, দেখা যাবে কনসার্টে। প্রথম আলোর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানালেন মাইলসের অন্যতম সদস্য হামিন আহমেদ।

হামিন আহমেদ বলেন, ‘ভক্তদের জানাতে চাই, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা দূর হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের আবার একসঙ্গে মঞ্চে দেখা যাবে। আমাদের ভক্ত ও দর্শকদের আগের মতো পাশে চাই।’

গত বছরের শেষ দিকে জানা যায়, মাইলসের সঙ্গে কোনো কনসার্টে অংশ নিচ্ছেন না এ গানের দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ। এ ব্যাপারে গত বছরের ১০ ডিসেম্বর তাঁকে প্রশ্ন করা হলে প্রথম আলোর কাছে মাইলসের অন্য সদস্যদের ব্যাপারে তিনি কিছু অভিযোগ করেন। তখন তিনি বলেন, ‘ব্যান্ডের সদস্যদের মধ্যে কিছু সমস্যা আছে। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, এসব সমস্যার যদি পুরোপুরি সমাধান না হয়, তাহলে মাইলসের কোনো শোতে আমি অংশ নেব না।’

এরপর প্রথম আলোর সঙ্গে আলাপে হামিন আহমেদকে প্রশ্ন করা হয়, শাফিন আহমেদ আবার মাইলসে ফিরছেন? মঞ্চে আবার মাইলসের সঙ্গে দেখা যাবে তাঁকে? প্রথম আলোর ফেসবুক লাইভ ‘আলাপন’ এ এসব প্রশ্নের হামিন আহমেদ বলেছিলেন, ‘দেখা যাক। তবে কোনো কিছুই অসম্ভব নয়।’

হামিন আহমেদ তখন এও বলেছিলেন, মাইলসে কোনো ভাঙন হয়নি, শুধু সদস্য পরিবর্তন হয়েছে মাত্র।

এর আগেও একাধিকবার মাইলস ছেড়েছিলেন শাফিন আহমেদ। গত বছরের ১২ ডিসেম্বর জানা যায়, মাইলসে নতুন একজন সদস্য যুক্ত হয়েছেন, নাম পাভেল। তিনি বেজ গিটার বাজান।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম গানের দল ‘মাইলস’। দীর্ঘ পথচলায় মাইলসের প্রকাশিত অ্যালবামগুলো হল মাইলস (১৯৮২), প্রতিশ্রুতি (১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস, প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬) ও প্রতিচ্ছবি (২০১৫)। মাইলসের লাইনআপ হচ্ছে শাফিন আহমেদ (বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ (গিটার, কণ্ঠ), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।