স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ নেই শহীদের?

‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুর ও শ্রদ্ধা কাপুর
‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুর ও শ্রদ্ধা কাপুর

শহীদ কাপুরের জীবনে অনেক নতুন কিছু ঘটেছে। তবে এই বলিউড তারকা শুধু নিজের ছবি ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন করাতে একটু বিরক্ত। স্ত্রী মীরা আর তাঁদের হবু সন্তানকে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আর তাতেই এই বিরক্তির প্রকাশ ঘটে।

গতকাল শুক্রবার শহীদ কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবির গল্প উত্তরাখন্ডের বিদ্যুৎ সমস্যা নিয়ে। শহীদ এই ছবির মাধ্যমে বিদ্যুৎ পরিষেবাসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেছেন। শহীদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা মুম্বাইয়ে থাকি, তাই এই সমস্যা উপলব্ধি করি না। কিন্তু ভারতের অনেক অঞ্চলে এখনো বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি। বিদ্যুতের পোল বসানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ নেই। এমনকি মিটার চালু হয়নি অথচ মোটা বিল আসছে।’

‘বাত্তি গুল মিটার চালু’ ছবির দৃশ্যে শহীদ কাপুর ও শ্রদ্ধা কাপুর
‘বাত্তি গুল মিটার চালু’ ছবির দৃশ্যে শহীদ কাপুর ও শ্রদ্ধা কাপুর

শহীদ আরও বলেন, ‘এর আগে সামাজিক বিষয় নিয়ে “হায়দার” ও “উড়তা পাঞ্জাব” ছবি করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করেছেন। আর আমি নিজেও সামাজিক ইস্যু নিয়ে ছবি করতে খুব মজা পাচ্ছি।’

ছোটবেলায় দিল্লিতে ছিলেন শহীদ কাপুর। তখন লোডশেডিং সমস্যায় ভুগেছেন।

অন্য নায়কের সঙ্গে একই ছবিতে কাজ করতে শহীদ কাপুর কতটা স্বচ্ছন্দ? তিনি বলেন, ‘ছবিতে অভিনয় করা আমার জন্য গুরুত্বপূর্ণ। ছবিতে আমার সঙ্গে কে আছেন, তা নিয়ে মাথা ঘামাই না। দলজিতের সঙ্গে “উড়তা পাঞ্জাব” ছবিতে কাজ করেছি। “পদ্মাবত” ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে। আমি শুধু ভালো ছবির অংশ হতে চাই।’

কিছুদিন আগে শহীদ কাপুরের ভাই ঈশান খট্টরের ‘ধড়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। ভাইয়ের ছবি প্রচারণায় দেখা যায়নি তাঁকে। শহীদ বলেন, ‘ঈশান আমাকে ডাকেনি। আর ও খুবই ভালো অভিনয়শিল্পী, তাই ওর ছবির প্রচারণার জন্য আমাকে প্রয়োজন নেই।’

দুই ভাই একই ছবিতে কাজ করবেন? এই বলিউড তারকা বলেন, ‘ঈশান ডাকলে নিশ্চয় একই ছবিতে কাজ করব।’

শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত
শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শহীদের স্ত্রী মীরা রাজপুতের কথাও উঠে আসে। মীরার বিজ্ঞাপনে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল মেয়েরা তাদের মর্জি মতো চলে। আর আপনি যদি ভাবেন, আমি ওকে নিয়ন্ত্রণ করব, তাহলে ভুল ভাবছেন।’ শহীদ-মীরার হবু সন্তান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন শুনে শহীদ কিছুটা বিরক্তি হন। বললেন, ‘বিদ্যুৎ সমস্যার সঙ্গে আমার হবু সন্তান যে কীভাবে জড়িত, বুঝতে পারছি না।’

‘বাত্তি গুল মিটার চালু’ ছবির নায়িকা শ্রদ্ধা কাপুর বলেন, ‘এর আগে “হায়দার” ছবিতে শহীদের সঙ্গে কাজ করেছি। তাই এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দবোধ করেছি।’

শ্রী নারায়ণ সিং এর আগে ‘টয়লেট এক প্রেমকথা’ ছবিটি পরিচালনা করেছেন। দারুণ সফল হয়েছে ছবিটি। এবার তিনি ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটি পরিচালনা করেছেন। প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটি আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে।