টিএসসিতে সেলুলয়েডে বঙ্গবন্ধু

সেলুলয়েডে বঙ্গবন্ধু প্রদর্শনীর পোস্টার
সেলুলয়েডে বঙ্গবন্ধু প্রদর্শনীর পোস্টার

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দুঃসহ স্মৃতি স্মরণে টিএসসি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ইনফোগ্রাফ ও ভিডিওচিত্র প্রদর্শনী ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’।

আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দুই দিনের এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। যৌথভাবে এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজ ও কাল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখানো হবে এ প্রদর্শনী। এতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যবহুল ইনফোগ্রাফ, বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী ও বিভিন্ন সময়ে ধারণ করা বঙ্গবন্ধুর দুর্লভ ভিডিওচিত্র।

প্রদর্শনীতে দেখানো হবে ‘স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর জাতিসংঘে ভাষণ’, ‘মুজিবনগর সরকার’, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বঙ্গবন্ধুর জাপান সফর’, ‘তোমারই হোক জয়’, ‘বিশ্বসভায় বাংলাদেশ’, ‘গ্রেট রিসিপশন ইন দিল্লি, ইন্ডিয়া’, ‘এসো দেশ গড়ি’, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ’, ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ শিরোনামের ভিডিওচিত্র ও ইনফোগ্রাফ।

টিএসসি মিলনায়তনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।