ভালো গায়কের জায়গা নেই!

কৈলাস খের
কৈলাস খের

বলিউড নিয়ে একধরনের হতাশা ব্যক্ত করলেন শিল্পী কৈলাস খের। তাঁর মতে, ভালো শিল্পীরা এখন আর বলিউডে জায়গা পান না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ বক্তব্যের কারণও স্পষ্ট করেছেন লোক ঘরানার গানের এই শিল্পী।

নতুন ধরনের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন কৈলাস খের। ‘লকডাউন’ নামের ব্যতিক্রম সেই সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে ইউটিউব সেলিব্রিটি ও ‘বাহুবলী’ ছবির গানের গায়িকা রাজা কুমারীকে। সিরিজটিতে গল্পে গল্পে দেখা যাবে জনপ্রিয় সব গানের নতুন আয়োজন। গাইবেন এ দুই শিল্পী। সিরিজটির জন্য নতুন করে সংগীতায়োজন করে গানগুলো গেয়েছেন তাঁরা। নতুন করে পুরোনো গানগুলো কীভাবে গ্রহণ করবেন শ্রোতারা? কৈলাস বলেন, ‘শ্রোতা হিসেবে আমি নতুন-পুরোনো দুটোই শুনব। যেটি ভালো লাগবে, সেটি গ্রহণ করব। বিষয়টি পুরোপুরি শ্রোতার রুচি আর পছন্দের ওপর নির্ভর করে। মানুষের গানের রুচিও কিন্তু বদলায়।’

কৈলাস খের
কৈলাস খের

দক্ষিণের ছবির জগতে দারুণ জনপ্রিয় কৈলাস খের। বলিউডেও একসময় প্রচুর কাজ করেছেন। এখন কেন তাঁকে পাওয়া যায় না বলিউডে? তিনি বলেন, ‘বলিউড বদলে গেছে। তাঁরা রিমিক্সের ওপর জোর দিচ্ছে। সংগীত ব্যাপারটিই বলিউড থেকে হারাতে বসেছে। এটা এখন কেবল একটি ব্যবসা। শিল্পীদের এখানে কিছুই করার নেই। ফলে আমি সেখানে অনুপস্থিত, সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে, ভালো শিল্পীরাই এখন আর বলিউডে জায়গা পাচ্ছেন না। বলিউড পরিচিতি পেয়েছিল সংগীতের কারণে। কিন্তু এখন...।’

রাতারাতি নেমে যাচ্ছে গান। সেগুলো ব্যবহার করা হচ্ছে সিনেমায়। অথচ একটি ভালো গানের জন্য একসময় প্রচুর সময় ও শ্রম দিতেন বলিউডের শিল্পীরা। মাত্র ২৪ ঘণ্টায় কীভাবে একটি ভালো গান তৈরি হতে পারে? এমন প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করেছেন শিল্পী কৈলাস খের। বলেছেন, ‘এটা এক ধরনের রসিকতা। তবে বলিউডে এখন এমনটিই হচ্ছে।’

প্রচলিত গানের ভুবনকে বদলে দিয়েছে ইউটিউব। এ পরিবর্তনকে ইতিবাচক বলে মনে করেন কৈলাস খের। তিনি মনে করেন, ইউটিউব গানের জগৎকে পুনরুজ্জীবিত করেছে। সংগীত ও শিল্পীদের জন্য এটি একটি ভালো লক্ষণ।

২০১৬ সালে আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে গাইতে বাংলাদেশে এসেছিলেন ভারতের এই শিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস