সালমান খানের বয়স ৩০!

সালমান খান
সালমান খান

আজ সালমান খানের ৩০ বছর হলো। ভাবছেন সালমান খানের বয়স এত কমল কী করে? বয়স নয়, বলিউডে সালমানের ক্যারিয়ারের বয়স ৩০ হলো আজ। ১৯৮৮ সালের এই দিনে সালমান খান অভিনীত প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ মুক্তি পেয়েছিল। আর তাই বিশেষ এই দিনের ফিচার সাজানো হয়েছে সালমানের ৩০টি অজানা বিষয় নিয়ে।

১. ‘বজরঙ্গি ভাইজান’ ছবির আয়ের কিছু অংশ সালমান খান পুরো ভারতের গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন।

২. ‘এক থা টাইগার’ ছবিতে বরফের মাঝে আঁকা ক্যাটরিনার পোর্ট্রেটের কথা মনে আছে? সেটা সালমান নিজেই এঁকেছিলেন।

৩. মুম্বাই শহরের কাছেই কারজাতে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ের সময় সালমান খান ‘ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে কিছু বাড়ি নিজে রং করেছিলেন।

৪. ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রস্তাব যখন সালমান খানের হাতে আসে, তখন তাঁর কোনো শিডিউল খালি ছিল না। কিন্তু ছবির গল্প পছন্দ হওয়ায় শত ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে নিয়েছেন।

৫. ‘ওয়ান্টেড’ ছবির ঝুঁকিপূর্ণ মারামারির দৃশ্যগুলো সালমান নিজেই করেছেন। কোনো ‘বডি ডাবল’ নেওয়া হয়নি এই ছবির জন্য।

৬. ‘সুলতান’ ছবির চরিত্রের খাতিরে সালমান ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন।

৭. ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে সালমান খানের বন্ধুত্ব অনেক দিনের। আর তাই এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি বলিউডের ভাইজান।

৮. ছবির সেট থেকে সালমান খান প্রায়ই তাঁর মাকে ফোন করে জানিয়ে দেন যে ঠিকমতো দুপুরের খাবার খেয়েছেন তিনি।

৯. তুরস্কে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের সময় সালমান খান নিয়মিত একটি ক্যাফেতে যেতেন। তাঁর সম্মানে পরবর্তী সময়ে সেই ক্যাফের নাম রাখা হয় সালমান খান’স ক্যাফে।

১০. ‘কমেডি নাইটস উইথ কপিল শো’তে সালমান তাঁর ‘হ্যালো ব্রাদার’ ছবিটি নিয়ে নিজেই হেসেছেন। ছবিটিকে ‘ডিজাস্টার’ উপাধি দিয়েছেন তিনি।

১১. বডি ওয়াশ নয়, বরং সাবানের ভক্ত সালমান খান। তবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাবান ব্যবহার করতে পছন্দ করেন তিনি।

১২. সালমান খানের দুটি ঘোড়া আছে। একটির নাম ‘বজরঙ্গি’ এবং আরেকটির নাম ‘ভাইজান’।

১৩. ২০১৪ সালের ‘জয় হো’ ছবির পোস্টারগুলো সালমান খানের নিজের আঁকা।

১৪. ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবির শুটিংয়ের সময় টুইংকেল খান্নার সঙ্গে সিনেমার স্ক্রিপ্টের বাইরে একটি কথাও বলেননি সালমান খান।

১৫. সালমান খান একবার তাঁর বাবা সেলিম খানের পুরো মাসের বেতনের অর্থ পুড়িয়ে দিয়েছিলেন। সেলিম খান ছেলেকে কোনো শাস্তি দেননি। ধৈর্যসহকারে তিনি সালমানকে ‘অর্থের মূল্য’ বুঝিয়েছেন।

১৬. সুপারস্টার হলেও কম দামি পোশাকে আপত্তি নেই সালমান খানের। অনেক সময় ৫০০ রুপির পোশাক পরেই দিন কাটিয়ে দেন তিনি।

১৭. সালমান কিন্তু একদমই প্রযুক্তিবান্ধব নন। এমনকি ‘সেলফি লে লে রে’ গানের আগে তিনি ‘সেলফি’ কী জিনিস, সেটাই জানতেন না।

১৮. ৩০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি ছবিতে সালমান খানের চরিত্রের নাম রাখা হয়েছে ‘প্রেম’।

১৯. বক্স অফিসে একের পর এক ছবির ব্যর্থতা কেটে গিয়েছে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির সফলতায়। ছবিটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল।

২০. সঞ্জয় লীলা বনসালি চেয়েছিলেন সাওয়ারিয়া’ ছবিতে সালমানের উপস্থিতির বিষয়টি গোপন রাখতে। কিন্তু বিষয়টি আগেই জানাজানি হওয়ায় ছবি মুক্তির আগেই সালমানের উপস্থিতি সম্পর্কে জানিয়ে দিতে হয়েছে তাঁকে।

২১. চায়নিজ খাবারের ভক্ত সালমান খান। মুম্বাইতে তাঁর প্রিয় চায়নিজ খাবারের রেস্তোরাঁ হলো ‘চায়না গার্ডেন’।

২২. ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি মুক্তির পর সালমান খান ছয় মাস পর্যন্ত কোনো ছবির প্রস্তাব পাননি।

২৩. ‘বীর’ এবং ‘চন্দ্রমুখী’ ছবি দুটির গল্প সালমান খান নিজেই লিখেছেন।

২৪. ‘রেস থ্রি’ ছবির ‘সেলফিশ’ গানের কথা লিখেছেন সালমান খান।

২৫. সালমান কিন্তু দারুণ সাঁতারু। তাঁর কাছের বন্ধুদের মতে, নিয়মিত চর্চা চালালে সাঁতারকে পেশা হিসেবে নিতে পারতেন এই তারকা।

২৬. সালমান নাকি ক্যাটরিনা কাইফের কোনো ছবি দেখেন না। বলিউডে সালমানের কাছের বন্ধুরা এমন তথ্যই জানিয়েছেন।

২৭. সিনেমার রিভিউ পড়েন না সালমান খান।

২৮. সালমান খানের প্রিয় নায়িকা হেমা মালিনী।

২৯. ১০ বছর ধরে জ্যাকি শ্রফের সঙ্গে ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সালমান খান। কারণ, সালমান মনে করেন, তাঁর সাবেক প্রেমিকা সংগীতা বিজলানীর সঙ্গে জ্যাকি শ্রফের প্রেমের সম্পর্ক ছিল।

৩০. ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের বোনের চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী খুঁজতে বেগ পেতে হয়েছে নির্মাতাদের। শুধু স্বরা ভাস্কর সম্মতি জানিয়েছেন এই চরিত্রের জন্য।
সূত্র: টাইমস নাও নিউজ