ব্রুস উইলিস ছাড়া 'ডাই হার্ড' হয়?

ব্রুস উইলিস
ব্রুস উইলিস

৬৩ বছর বয়স লোকটার। ৩৩ বছর বয়সে ‘ডাই হার্ড’ ছবিতে অভিনয় করেছিলেন। পরে ছবি হয়ে গেল সিরিজ, পেল জনপ্রিয়তা। আয় হলো কোটি কোটি টাকা। প্রযোজক চান সিরিজটি এগিয়ে নিতে। কিন্তু শরীর কি সেই অনুমতি দেবে ব্রুস উইলিসকে? আবার প্রযোজক জানিয়ে দিয়েছেন, উইলিসকে ছাড়া ‘ডাই হার্ড’ হয়?

সম্প্রতি সিরিজের প্রযোজক লরেঞ্জো ডি বোনাভেঞ্চুরা এম্পায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ডাই হার্ড’ সিরিজের ৬ নম্বর ছবির নাম হবে ‘ম্যাকক্ল্যান’। আর এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ছবির হিরো ব্রুস উইলিস। বয়সী এ অভিনেতা প্রসঙ্গে রসিকতা করে এম্পায়ার অনলাইন লিখেছে, ‘উইলিসের তেল এখনো ফুরোয়নি।’

২০১৩ সালে সিরিজের সর্বশেষ ছবি ‘আ গুড ডে টু ডাই হার্ড’-এ আয় করেছিল প্রচুর টাকা। ‘ডাই হার্ড সিক্স’ হবে প্রিকুয়েল-সিক্যুয়েল, যেখানে জন ম্যাকক্ল্যানকে দেখা যাবে নিউইয়র্ক পুলিশ বিভাগে নতুন যোগ দেওয়া একজন কর্মী হিসেবে। দেখা যাবে কীভাবে মার্কিন সেনা তরুণ ম্যাকক্ল্যান ক্রমেই ‘ডাই হার্ড’ হয়ে ওঠেন। গল্পটি শুরু হওয়ার আগের গল্প সেটি। সেখানে দেখা যাবে বুড়ো ব্রুস উইলিসকেও। প্রযোজক বলেছেন, ‘উইলিসকে ছাড়া “ডাই হার্ড” বানানো যায়? আমরা জন ম্যাকক্ল্যানের ২০ বছরের জীবনটা ছবিতে দেখাব।’

এ পর্যন্ত ‘ডাই হার্ড’ সিরিজের ছবিগুলো বিশ্বব্যাপী দেড় বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। এ সিরিজের যে ছবিটি সবচেয়ে কম আয় করেছিল, সে ছবির নাম ‘আ গুড ডে টু ডাই হার্ড’। কেবল যুক্তরাষ্ট্রেই ছবিটি আয় করেছিল ৬৭ মিলিয়ন ডলার আর বিশ্বে সব মিলিয়ে এ ছবি আয় করেছিল ৩০ কোটি ৪০ লাখ ডলার। এম্পায়ার, এক্সপ্রেস