গুরুর নামে সম্মাননা পেলেন লাকী

ভূপেন হাজারিকার নামে সম্মাননা গ্রহণ করছেন লিয়াকত আলী। ছবি: সংগৃহীত
ভূপেন হাজারিকার নামে সম্মাননা গ্রহণ করছেন লিয়াকত আলী। ছবি: সংগৃহীত

নাট্যজন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর আদর্শিক নেতা ও গুরু ছিলেন ভূপেন হাজারিকা। তাঁর কাছে গান শেখার সুযোগ হয়েছিল লাকীর। এমনকি ছাত্রজীবন কেটেছে গুরুর গান গেয়ে। ভূপেন হাজারিকার জন্মদিনে এ বছর তাঁকে দেওয়া হলো ‘ড. ভূপেন হাজারিকা ব্যতিক্রম ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাওয়ার্ড’।

গত শনিবার ছিল উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ৯২তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে ভারতের আসামের গুয়াহাটিতে কর্মশ্রী হিতেস্বর সাইকিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘ব্যতিক্রম ম্যাস অ্যাওয়ারনেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। সেখানেই আনুষ্ঠানিকভাবে লাকীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেন ভূপেন হাজারিকার ভাগনে ঋষি শর্মা। উপস্থিত ছিলেন আকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক উষা রঞ্জন ভট্টাচার্য

গুরুর নামে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিয়াকত আলী বলেন, ‘পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশের গান, গণসংগীত, বিশেষ করে ভূপেন হাজারিকার গান গেয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি। আজ বরেণ্য সেই শিল্পীর নামে পদক পেয়েছি, এটা শুধু আমার নয়, দেশ ও দেশের মানুষের জন্যও এক পরম পাওয়া।’

পুরস্কার প্রদানের অনুষ্ঠানে ঋষি শর্মার সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘মানুষ মানুষের জন্য’ গানটি বাংলা ও অসমীয় ভাষায় গেয়ে শোনান লিয়াকত আলী। এ ছাড়া একক কণ্ঠে শোনান ‘মঙ্গল হোক এ শতকে, মঙ্গল হোক সবার’ গানটি।