ব্যাধির কারণ খ্যাতি

লেডি গাগা। ছবি: এএফপি
লেডি গাগা। ছবি: এএফপি

পুরোদস্তুর নায়িকা হিসেবে নিজের প্রথম ছবি নিয়ে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন গায়িকা লেডি গাগা। কদিন আগেই ৭৫ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তাঁর ছবি ‘আ স্টার ইজ বর্ন’ নিয়ে। এবার তিনি কানাডায় গেলেন একই ছবি নিয়ে টরন্টো চলচ্চিত্র উৎসব ২০১৮-তে। সেখানেই আয়োজিত সংবাদ সম্মেলনে গাগা বললেন তারকাখ্যাতি অর্জনের কিছু ক্ষতিকর দিকের কথা। বললেন, এই খ্যাতি অনেক মানসিক ব্যাধির কারণ।

‘আ স্টার ইজ বর্ন’ ছবিটি দুজন সংগীতশিল্পীর জীবন নিয়ে তৈরি। এই দুই শিল্পীকেই ছবিতে দেখা যাবে জীবনের নানা বাস্তবতার সঙ্গে লড়াই করতে। একজনকে সাফল্যের আশায় বিষণ্নতায় ভুগতে দেখা যাবে, আরেকজনকে দেখা যাবে খ্যাতি সামাল দেওয়ার জন্য মাদকে আসক্ত অবস্থায়। লেডি গাগাও তো একজন বিশ্বখ্যাত তারকা। ছবির সঙ্গে তিনি নিজেকে কতটা মেলাতে পেরেছেন? টরন্টো চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে গাগা বলেন, ‘খ্যাতি সামাল দেওয়ার জন্য অনেক শিল্পীই নানাভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন। তবে তাঁদের জীবনে কাছের মানুষগুলো যদি সময় থাকতেই তা বুঝতে পারে, তাহলে তাঁদের ফিরিয়ে আনা যায়।’

খ্যাতি কি গাগার জীবনকেও বদলে দিয়েছিল কোনো সময়? গাগা বলেন, ‘সত্যি বলতে, যে তারকা হয়ে যায়, সে কখনো বদলায় না। বদলে যায় তার চারপাশ, চারপাশের মানুষ। আর এই বদলে যাওয়ার সঙ্গেই অনেক সময় মানিয়ে নেওয়া যায় না। আমার সঙ্গেও এমন হয়েছে।’

গাগা বিনোদনজগতের মানুষদের প্রতি অনুরোধ করেন, ‘খুবই ভালো হয়, যদি এই ক্ষেত্রে কাজ করতে আসা নতুনদের পুরোনোরা সহযোগিতা করে, পথ দেখায়। তাহলে বিপদগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারবে অনেকেই। মানসিক রোগ ও হয়রানি থেকে বেঁচে যাবে অনেকে।’ হলিউড রিপোর্টার