নায়িকার সঙ্গে গান!

কুমার বিশ্বজিৎ ও অঞ্জু ঘোষ
কুমার বিশ্বজিৎ ও অঞ্জু ঘোষ

চলচ্চিত্রে তখন নবীন শিল্পী কুমার বিশ্বজিৎ। হঠাৎ তাঁকে বলা হলো, নায়িকা অঞ্জু ঘোষের সঙ্গে দ্বৈতকণ্ঠে একটি গান গাইতে হবে। নায়িকার সঙ্গে গান করার ইচ্ছে ছিল না কুমার বিশ্বজিতের, কিন্তু বাধ্য হলেন। সুপারহিট হয়ে গেল সেই ‘ওরে ও বাঁশিওয়ালা’ গানটি। ছবির নাম ‘নরম গরম’ আর পরিচালক এফ কবির চৌধুরী।

শুরু থেকেই চলচ্চিত্রে নিয়মিত গান করেন কুমার বিশ্বজিৎ। আধুনিক গানের এই শিল্পী কখনো বিরতিতে গেছেন, তেমনটি শোনা যায়নি। সম্প্রতি ‘বেলা অবেলা’ নামের একটি চলচ্চিত্রে নতুন একটি গান গেয়েছেন তিনি। ‘মেঘলা দিনে নিমন্ত্রণে তোমার সাথে নিও’ শিরোনামে গানটির কথা লিখেছেন তাজু কামরুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গতকাল সোমবার গানটি রেকর্ড করা হয়েছে। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন নায়ক ইমন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনেক দিন পর সিনেমায় গান গেয়ে তৃপ্তি পেলাম। মজার ব্যাপার হচ্ছে, ছবিতে গান আছে তিনটি। দুটি রবীন্দ্রসংগীত আর একটি আধুনিক গান। আধুনিক গানটি আমি গেয়েছি।’

‘নরম গরম’ ছবির ‘ওরে ও বাঁশিওয়ালা’ গানের দৃশ্যে জাভেদ ও অঞ্জু ঘোষ
‘নরম গরম’ ছবির ‘ওরে ও বাঁশিওয়ালা’ গানের দৃশ্যে জাভেদ ও অঞ্জু ঘোষ

নায়িকা অঞ্জু ঘোষের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমাকে গানটি গাইতে বলেছিলেন প্রয়াত আহমেদ জামান চৌধুরী। শুরুতে আমার ইচ্ছা ছিল না। নায়িকার সঙ্গে গান গাইতে হবে ভেবে কেমন অস্বস্তি লাগছিল। যদিও অঞ্জু ঘোষ তখন তুমুল জনপ্রিয়। কিন্তু না গেয়ে উপায়ও ছিল না। বড়রা কিছু বললে সেটা প্রত্যাখ্যান করার রীতি ছিল না আমাদের। তখন বয়স কম, চট্টগ্রাম থেকে অল্প দিন হলো ঢাকায় এসেছি। প্রস্তাব পেয়ে খুব অস্বস্তি হচ্ছিল।’

‘বাঁশিওয়ালা’ গানটি সুপারহিট হওয়ার পর অস্বস্তি কেটেছিল? কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানের কথাগুলো ছিল খুবই সুন্দর। মনেই হয়নি যে একজন নায়িকা গানটি গেয়েছেন। চূড়ান্ত পারফেকশন না থাকলেও আমার মনে হয়, গানটি উতরে গিয়েছিল। নইলে লোকে ওই গান পছন্দ করতেন না। অবশ্য আমি আর কখনো গাইনি। ফিল্মের জন্য গাওয়া, সেখানেই শেষ। এখন অবশ্য গানটি অনেকে গায়।’

জীবনে বাধ্য হয়ে অনেক গান গাইতে হয়েছে কুমার বিশ্বজিৎকে। সে জন্য অনুশোচনায় ভুগেছেন তিনি। সেই দিনগুলোর কথা স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ওই সময় বয়স কম ছিল, ফিল্মে আমি নতুন। নিজের পছন্দে বেছে কাজ করার সুযোগ তখনো তৈরি হয়নি। তবে এতটুকু সচেতনতা ছিল, আমার সহশিল্পীকে হতে হবে পেশাদার শিল্পী।’