মুহিনের সুরে কুমার শানুর গান

কলকাতার স্টুডিও ওয়ার্ল্ডে মুহিনের সুর ও সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দেওয়ার পর কুমার শানু
কলকাতার স্টুডিও ওয়ার্ল্ডে মুহিনের সুর ও সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দেওয়ার পর কুমার শানু

এক যুগ আগে পেশাদার গানের জগতে আসেন মুহিন। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার সেই আসরে সেরা তিনে জায়গা করে নেন। চলচ্চিত্র আর অডিও মাধ্যমে কাজ করছেন নিজের মতো করে। গান গাওয়ার পাশাপাশি সুর দেওয়া ও সংগীত পরিচালনার কাজ করছেন। বাংলাদেশের তরুণ এই গায়ক ও সংগীত পরিচালকের সুরে এবার গান গেয়েছেন ভারতের বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় শিল্পী কুমার শানু। গত বৃহস্পতিবার ভারতের কলকাতার স্টুডিও ওয়ার্ল্ডে গানটিতে কণ্ঠ দেন তিনি। এদিকে কুমার শানুকে নিজের সুরে গান গাওয়াতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মুহিন।

গানটির শিরোনাম ‘তুমি আপন করে নিয়ো আমায়’। গীতিকার জামাল হাসান। গানটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ব্যবহার করা হবে এবং সামনের পূজায় ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানান মুহিন।

প্রথম আলোর সঙ্গে আলাপে মুহিন বলেন, ‘ছোটবেলা থেকে তাঁর গান শুনছি। তাঁর কণ্ঠের জাদুতে অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সেই তিনি আমার মতো একজন তরুণের সুর ও সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন, এটা আমার সংগীতে পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।’

কুমার শানু ‘তুমি আপন করে নিয়ো আমায়’ গানে কণ্ঠ দেওয়ায় কৃতজ্ঞ মুহিন। তাঁর মতে, ‘কুমার শানু দাদা তাঁর সংগীত জীবনের অসাধারণ কিছু অভিজ্ঞতা আমার সঙ্গে সুন্দরভাবে শেয়ার করেছেন। বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে তিনি আমার গানটা গেয়েছেন। এমন একজন বড় মাপের শিল্পীর জন্য গান তৈরি করতে পেরে অনেক বেশি আনন্দিত। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’

কমুার শানু বাংলাদেশের অনেক সংগীত পরিচালকের গান গেয়েছেন। তাঁর গাওয়া অনেক বাংলা গান বাংলাদেশের চলচ্চিত্রে এবং অডিওতে প্রকাশিত হয়েছে। এবারই প্রথম মুহিনের সুর ও সংগীতে গাইলেন তিনি। গানটি প্রসঙ্গে কুমার শানু বলেন, ‘বাংলাদেশে এর আগেও অনেকের সুর-সংগীতে গান গেয়েছি। আমি একটা বিষয় লক্ষ করি, তরুণদের মধ্যেও অনেক মেধাবী সংগীত পরিচালকেরা কাজ করেন। তাঁরা অসাধারণ সব ভাবনাচিন্তা নিয়ে এগিয়েও যাচ্ছেন। মুহিনের মতো একজন তরুণের সুর করা গানটা গাইতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। এই গানটি গাওয়ার সময় আমি একটু নস্টালজিক হয়েছি। কারণ, একটা সময় আমরা যে ধরনের বাংলা মেলোডিয়াস গান গাইতাম, সে ধরনের গান অনেক দিন শুনি না। এই গানটি আমার কাছে তেমনই মনে হয়েছে। কথা ও সুরে গানটি বেশ ভালোই হয়েছে।’

মুহিন নিজে গাওয়ার পাশাপাশি সময় পেলে সংগীত পরিচালনার কাজটিও করেন। তাঁর সংগীত পরিচালনায় বাংলাদেশে অনেকে কণ্ঠ দিয়েছেন। তরুণদের পাশাপাশি সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী ও ফাহমিদা নবীর মতো বড় শিল্পীরা গেয়েছেন।