দুদিনে শেষ হয়েছিল 'দুমুঠো বিকেল'

দেবী চলচ্চিত্রের ‘দুমুঠো বিকেল’ গানের দৃশ্যে জয়া আহসান ও অনিমেষ আইচ
দেবী চলচ্চিত্রের ‘দুমুঠো বিকেল’ গানের দৃশ্যে জয়া আহসান ও অনিমেষ আইচ

‘দেবী’ চলচ্চিত্রের নতুন গান ‘দুমুঠো বিকেল’ অবমুক্ত করা হচ্ছে আজ বেলা ১১টায়। এই গানটির গীতিকার, সুরকার ও শিল্পী ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অনুপম রায়। এক ভিডিও বার্তায় অনুপম রায় জানান, হুমায়ূন আহমেদ তাঁর প্রিয় লেখকদের একজন। সেই প্রিয় লেখকেরই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’। তা ছাড়া এ ছবির অন্যতম প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানও অনুপমের খুব প্রিয় বন্ধু। তাই জয়া যখন তাঁকে এই ছবির জন্য একটি গান করার অনুরোধ করেন, তখন মাত্র দুই দিনের মধ্যেই গানটি তৈরি করে ফেলেন অনুপম। 

‘দুমুঠো বিকেল’ গানে দেখা যাবে রানু (জয়া আহসান) ও আনিসকে (অনিমেষ আইচ)। অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রের এই গান নিয়ে জয়া আহসান বলেন, ‘বাংলাদেশে অনুপম রায়ের অনেক ভক্ত-অনুসারী। তাঁর সব গানই একটু ব্যতিক্রম। সবকিছু ভেবেই অনুপম রায়ের গান ছবিতে সংযোজনের সিদ্ধান্ত নিই। গানটি করার জন্য তাঁকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।’ জয়া আরও বলেন, ‘আমরা গানের গল্পটা অনুপমকে বলি এবং ছবির প্রাসঙ্গিক কিছু ফুটেজ দেখাই। এরপর তিনি গানটি করার জন্য তিন দিন সময় নেন। কিন্তু দুই দিন পরই আমাদের ডেকে একটি গানের খসড়া রেকর্ড এবং আরও দুটি গান গিটারে গেয়ে শোনান। সেখান থেকেই এ গানটি আমরা পছন্দ করি।’

‘ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলেমানুষি তুলি দিয়ে আঁকছি’-এমন কথা দিয়েই গানটি লিখেছেন অনুপম। গানটির দৃশ্যায়ন হয়েছে ঢাকার শাহবাগের শিশুপার্কে। জয়া বলেন, ‘ছবিতে একটি ঘটনার পর রানু চরিত্রটির মানসিক বয়স ১৭-তে আটকে থাকে। এ কারণে সেই ১৭-তে আটকে থাকা রানুর সঙ্গে মিলিয়ে গানের চিত্রায়ণ শিশুপার্কে করা হয়েছে।’

জানা গেছে, সরকারি অনুদান ও জয়া আহসানের ‘সি-তে সিনেমা’ প্রযোজিত দেবীর এই গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করা হবে আজ। এর পাশাপাশি গানটি ফেসবুকে জয়া আহসানের ভ্যারিফায়েড ফ্যান পেজ এবং ‘দেবী-মিসির আলি প্রথমবার’ পেজেও দেখা যাবে।

এর আগে মমতাজের গাওয়া প্রীতম হাসানের সুরে ‘দেবী’ চলচ্চিত্রের প্রথম গান ‘দোয়েল পাখি কন্যারে’ অবমুক্ত করা হয়।