পাঁচ ঘণ্টার ছবি বানাবেন পথিক

‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির পোস্টার
‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির পোস্টার

বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ ঘণ্টার ডকু-বায়োফিচার ফিল্ম নির্মাণ করতে চান মাসুদ পথিক। সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গবেষণা শেষে আগামী বছরের মাঝামাঝি শুরু করবেন তাঁর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’।

সম্প্রতি মাসুদ পথিক শেষ করেছেন তাঁর ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির শুটিং। শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে নির্মিত এ ছবির সম্পাদনা ও আবহসংগীত সংযোজনের কাজ চলছে। এ বছর বিজয় দিবসে ছবিটি মুক্তি পাবে। তবে এরই মধ্যে কবি জীবনানন্দ দাশের ‘সে’ আর র‍্যাবোর ‘রক্ত ও মাংস’ কবিতা অবলম্বনে ‘বক দ্য সিনেমা’ নামে আরও একটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছেন মাসুদ পথিক। ঢাকার অভিনয়শিল্পীরা ছাড়াও এ ছবিতে কাজ করবেন কলকাতার অভিনেত্রী উষশী চক্রবর্তী।

‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’ নির্মাণের প্রস্তুতি হিসেবে কাজ করছেন ১২ জন গবেষক, দাবি মাসুদ পথিকের। শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুকে নিয়ে ছবি নির্মাণ করছেন। তিনিও একই কাজ করবেন কি না, জানতে চাইলে মাসুদ পথিক বলেন, ‘শ্যাম বেনেগাল অনেক বড় নির্মাতা। তিনি তৈরি করবেন ফিকশন। আমি করব প্রামাণ্যচিত্র। এ জন্য আমাকে পাকিস্তান যেতে হবে, ভারত যেতে হবে, গবেষণার চূড়ান্ত কাজ নিয়েও বসতে হবে। এ কাজটি কম গুরুত্বপূর্ণ নয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০ সালে ছবিটি রিলিজ দেওয়ার পরিকল্পনা আছে। প্রামাণ্যচিত্র হলেও সেখানে কিছুটা ফিকশন দেখাব, তবে বঙ্গবন্ধুর চরিত্রে কাউকে অভিনয় করতে দেখাব না।’

কবিতা ও চিত্রকর্ম থেকে চলচ্চিত্রের রসদ খুঁজছেন কেন? মাসুদ পথিক বলেন, ‘আমি মূলত একজন কবি। কবিতাই আমার অভীষ্ট লক্ষ্য। আমি সিনেমাকে কবিতাই মনে করি। ভালো সিনেমা মানেই কাব্যিক ইমেজারি, কাব্যিক ডিটেইল, ইমেজিক মনতাজ, পোয়েটিক র’রিয়েলিজম।’

‘বক দ্য সিনেমা’ প্রসঙ্গে মাসুদ পথিক জানান, অল্প বাজেটের এ ছবিটি হবে আশি মিনিটের। দ্রুত কাজ শেষ করে আন্তর্জাতিক উৎসবগুলোতে পাঠাবেন। তিনি বলেন, ‘এটি হবে একটি পরাবাস্তব ছবি।’

কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ বানিয়ে মাসুদ পথিক ২০১৪ সালে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।