এই অক্টোবরে কী হবে?

আয়নাবাজি ও ঢাকা অ্যাটাক ছবির পোস্টার
আয়নাবাজি ও ঢাকা অ্যাটাক ছবির পোস্টার

সিনেমার বাজারে ঈদসহ বছরের বিশেষ উত্সবের দিনগুলোতে বড় বাজেটের সিনেমা মুক্তির প্রতিযোগিতায় নামেন প্রযোজকেরা। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করতে পারায় বা প্রেক্ষাগৃহ-স্বল্পতার কারণে বড় বাজেটের তারকাবহুল অনেক সিনেমাই উত্সবে মুক্তি দেওয়া সম্ভব হয় না। ফলে বছরের অন্য একটি ভালো সময় দেখে এসব সিনেমা মুক্তির পরিকল্পনা করা হয়। সে হিসাবে অনেক প্রযোজকই বছরের শেষ দিকে এসে, অর্থাৎ অক্টোবর আর নভেম্বর মাসে সিনেমা মুক্তির ভালো সময় মনে করেন।

গত বছর অক্টোবর মাসজুড়ে বেশ কয়েকটি বড় বাজেটের তারকাবহুল সিনেমা মুক্তি পেয়েছিল। ৬ অক্টোবর আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক এবং ২৭ অক্টোবর বলিউডের ইরফান খান ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা অভিনীত ডুব মুক্তি পায়। সিনেমা দুটি মুক্তির পর অনেকটাই ঝিমিয়ে থাকা চলচ্চিত্রপাড়া নতুন করে জেগে ওঠে। দারুণ উৎসাহী হয়ে ওঠেন সিনেমাপ্রেমী দর্শক। টানা কয়েক মাস সেই উৎসাহ অব্যাহত থাকে। নতুন দর্শকও তৈরি করে সিনেমা দুটি। এর আগের বছরও, অর্থাৎ ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি, যা পুরো অক্টোবর মাসকেই জমজমাট করে রাখে। এবারের অক্টোবরেও কি তবে সিনেমা হলগুলো জমজমাট থাকবে?

ঈদুল আজহা গেছে প্রায় এক মাস হয়ে গেল। এর মধ্যে প্রেক্ষাগৃহে নতুন কোনো উল্লেখযোগ্য দেশি সিনেমা ওঠেনি এখনো। সামনে দেশীয় নতুন কোনো সিনেমা মুক্তির খবরও নেই। তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি তারকাবহুল সিনেমা মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। এগুলোর মধ্যে আছে ফেরদৌস, পরীমনি, মাহিয়া মাহি, জয়া আহসানের সিনেমা।

৫ অক্টোবর পরীমনির আমার প্রেম আমার প্রিয়া এবং মাহিয়া মাহির পবিত্র ভালোবাসা সিনেমা দুটি মুক্তি পাবে। অনেক দিন পর আলোচিত এই দুই তারকার ছবি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। বেশ কয়েকবার মুক্তির দিন পিছিয়ে শেষ পর্যন্ত ১২ অক্টোবর মুক্তি পাবে ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত মেঘকন্যা সিনেমাটি। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ঈদের পর সিনেমা মুক্তির ভালো সময় এটি। তাই এ সময়টা বেছে নেওয়া।’

ঈদে একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রোশান ও ববি অভিনীত বড় বাজেটের ছবি বেপরোয়া। এবার ১২ অক্টোবরে বড় পরিসরে শতাধিক হলে সিনেমাটি নতুন করে মুক্তির কথা জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, ‘এটি বড় বাজেটের ছবি। সেন্সর ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ার কারণে ঈদে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই সময়টা ভালো মনে করে অক্টোবরে মুক্তি দিচ্ছি।’

এ বছরের প্রতীক্ষিত ছবি জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত দেবী ৯ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল। মাঝে বেশ কিছু কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তির তারিখ। নতুন মুক্তির সময় হিসেবে অক্টোবর মাসকে বেছে নিয়েছেন বলে জানান সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার অন্যতম প্রযোজক জয়া আহসান। তবে অক্টোবরের কোন দিন সিনেমাটি মুক্তি দেওয়া হবে, তা জানাননি তিনি। জয়া বলেন, ‘অক্টোবরেই মুক্তি চূড়ান্ত। তবে তারিখটি এখনই জানাতে চাইছি না। কারণ, তথ্য মন্ত্রণালয়ে ছবিটি জমা আছে। অনুমোদন দেওয়ার আগে মুক্তির তারিখ জানানো ঠিক হবে না।’

দেবী নিয়ে দারুণ আশাবাদী দুই বাংলার আলোচিত এই অভিনেত্রী। তিনি বলেন, হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানানো হয়েছে; এ কারণে দর্শকের একটা আলাদা আগ্রহ আছে। সবচেয়ে ভালো দিক হলো, শুটিংয়ের আগে থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে।’