বাঁধন এখন কী করছেন?

বাঁধন
বাঁধন

গত বছর ১৬ ডিসেম্বর অপ্রকাশ নামে দীপ্ত টিভির বিশেষ নাটকে অভিনয় করেছিলেন বাঁধন। এরপর আর কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। মাঝখানের এই সময়টাতে নিজেকে নতুনভাবে তৈরি করার যুদ্ধে নেমেছিলেন। শোনা গিয়েছিল, সিনেমায় অভিনয়ের জন্যই নিয়মিত ব্যায়ামাগারে গিয়ে নিজের ওজন কমানো থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি। পরে রায়হান রাফির ‘দহন’ সিনেমাতে বাঁধনের অভিনয়ের ঘোষণা আসে। কিন্তু ঈদুল ফিতরের ঠিক আগে আগে সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন বাঁধন। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের ইচ্ছাতেই দহন-এ কাজ করছেন না; জাজ মাল্টিমিডিয়ার পরের সিনেমায় কাজ করবেন।

সিনেমা থেকে সরে যাওয়ার পর চার মাস চলে যাচ্ছে। এত কষ্ট করে নিজেকে ভেঙে নতুন করে গড়া, তার ফল হলো কী? এত দিন বিরতির পরও নতুন কোনো সিনেমা বা ছোট পর্দার কোনো কাজেই দেখা যাচ্ছে না বাঁধনকে। কেন? সাবেক এই লাক্স তারকা বললেন, ‘শুধু সিনেমায় কাজের জন্য যে নিজেকে নতুন করে তৈরি করেছি, তা শতভাগ ঠিক নয়। নিজেকে ভালো রাখতে, আমার সন্তানকে ভালো রাখতেই নিজেকে পরিবর্তন করার বিষয়টি অনুভব করেছি। তবে এটা ঠিক যে গত ঈদুল ফিতরের আগে আগে সিনেমায় কাজ করার কথা ছিল। এ জন্য কাজের প্রস্তাব থাকা সত্ত্বেও মাস তিনেক আগে থেকে ছোট পর্দায় কোনো কাজ করিনি।’

দীর্ঘ বিরতি নিয়েছেন, এখন কী করছেন? কী করবেন? এ প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘কাজ তো করবই। এ কারণেই নিজেকে নতুনভাবে দাঁড় করিয়েছি। গত দুই ঈদে এত ভালো ভালো পরিচালক, ভালো চিত্রনাট্যে কাজের প্রস্তাব পেয়েছি, আমার দীর্ঘ অভিনয়জীবনেও এত কাজের প্রস্তাব আসেনি।’

বাঁধন জানালেন, ‘এই মুহূর্তে ভালো ভালো কাজের প্রস্তাব আছে তাঁর হাতে। এরপর বললেন, একটু অপেক্ষা করুন। উপযুক্ত সময় মনে করে কাজে নেমে পড়ব।’

সে ক্ষেত্রে কি শুধু সিনেমাতেই অভিনয় করতে চান? বাঁধনের জবাব, ‘না, ভালো গল্পের নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন—যেকোনো কাজই হতে পারে। কারণ, এখন আমি চ্যালেঞ্জিং এবং মনে রাখার মতো কিছু কাজ করতে চাই।’