সারিকার ক্ষমা চাওয়া এবং...

সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এক দশক আগে বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করেন সারিকা। এর ঠিক তিন বছর পর নাটকে। দীর্ঘ পথচলায় সারিকা কখনো নিয়মিত আবার কখনো অনিয়মিত। হঠাৎ হঠাৎ ডুব দেন। তখন কেউ তাঁর খোঁজ পায় না। কয়েক মাস ধরে একই অবস্থা ছিল। তবে হঠাৎ করে ফেসবুকে ঠিকই উঁকি দিতেন, এরপর আবার ডুব। জীবন নিয়ে নিজের উপলব্ধি থেকে ক্ষমা চেয়ে আবারও কাজে মনোযোগী হতে চান সারিকা।

গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সারিকা। আজ সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন আলোচিত এই মডেল ও অভিনয়শিল্পী। সারিকা বলেন, ‘গত কয়েক মাস আমার জীবনে কঠিন সময় গেছে। সবকিছু সামলে নিয়েছি। এদিকে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এরপর আবার হয়তো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করতে পারব।’

সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে সারিকা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি—পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না, ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরোনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক।’

সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সারিকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এক দশকের পথচলায় সারিকা নিজে যেমন অন্যদের কষ্ট দিয়েছেন বলে মনে করছেন, অনেকে তাঁর মনেও কষ্ট দিয়েছেন। এখন তিনি আর সেসব মনে রাখতে চান না। নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চান। সারিকা বলেন, ‘আমিও সবাইকে ক্ষমা করলাম, যাঁদের কারণে আমি কষ্ট পেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি।’

নাটকে সারিকার অভিনয়ের গল্পটি বেশ নাটকীয়। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে তৈরি করেন ‘ক্যামেলিয়া’। এই নাটকে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন তাঁর কাছে। করবেন কি করবেন না—সিদ্ধান্তহীনতায় ছিলেন। এর মধ্যে তাঁর রবীন্দ্রভক্ত মা রানা আফরোজের উৎসাহে নাটকে অভিনয় শুরু করেন।