বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ প্রমাণিত

আদালতের বাইরে বিল কসবি
আদালতের বাইরে বিল কসবি

মার্কিন কৌতুকশিল্পী বিল কসবিকে (৮১) যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন পেনসিলভানিয়ার নরিসটাউনের আদালত। তাঁর ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন একজন বিচারক। তাঁকে সহিংস যৌন নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করতে এবং যৌন নির্যাতনকারীর তালিকায় নাম লেখাতে বলেছেন আদালত। অর্থাৎ তাঁকে বাকি জীবন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

বহু বছর ধরে ‘আমেরিকাস ড্যাড’ হিসেবে পরিচিত ছিলেন বিল কসবি। জনপ্রিয় টিভি শো ‘দ্য কসবি শো’র সৌজন্যে লাখ লাখ দর্শকের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন বিল কসবি।

মামলার রায় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি বিল কসবি। তবে তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।

গত এপ্রিল মাসে কসবির পুনর্বিচার কাজ শুরু হলে তিন অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। যৌন হয়রানি, মাদক ও ২০০৪ সালে আন্দ্রে কোসল্যান্ড নামে এক নারীকে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়।

বিচারক স্টিভেন ও’নিলকে উদ্ধৃত করে সিএনএন বলেছে, ‘ঘৃণ্য অপরাধ করেছেন তিনি।’

জেলে নিয়ে যাওয়ার আগে বিল কসবি
জেলে নিয়ে যাওয়ার আগে বিল কসবি

২০১৪ সালে ১৬ জন নারী বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তাঁদের মধ্যে ১২ জনই দাবি করেছেন, তাঁদের মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেছেন কসবি।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিল কসবিকে সম্মানসূচক চিফ পেটি অফিসার পদবি দিয়েছিল। যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিল কসবিকে দেওয়া সম্মানসূচক ওই পদবি প্রত্যাহার করে নেওয়া হয়।

১৩ বছর আগে ফিলাডেলফিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে যৌন নির্যাতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। তাঁকে ওষুধ খাইয়ে অচেতন করেছিলেন বলে বিল কসবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে শুধু এই নারীই নন, গত চার দশকে প্রায় ৬০ জন নারী কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। প্রতিটি অভিযোগেই তাঁর বিরুদ্ধে চেতনানাশক ব্যবহারের কথা বলা হয়েছে। এসব অভিযোগে কসবির ক্যারিয়ারেও বিরূপ প্রভাব পড়ে।

তবে পেনসিলভানিয়ার নরিসটাউনের মামলাটিই কসবির বিরুদ্ধে আনা একমাত্র ফৌজদারি মামলা। বিবিসি