হাতিরঝিলে পূজার নাচ

পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার পূজা সেনগুপ্তের নৃত্যনাট্য রয়েছে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে। তুরঙ্গমী রেপার্টরির আয়োজনে নৃত্যনাট্য ‘ওয়াটারনেস’ দেখা যাবে সন্ধ্যা সাড়ে সাতটায় হাতিরঝিলের এম্ফি থিয়েটারে। এতে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া ও ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও ব্যান্ডিলো।

এ ছাড়াও শুক্রবার ঢাকায় রয়েছে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শুরু হচ্ছে চারদিনের এশিয়ান থিয়েটার সামিট।
একই সময়ে বেইলি রোড মহিলা সমিতি মিলনায়তনে থিয়েটার ডিরেক্টরস ইউনিটি আয়োজন করেছে নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদের আলাপন।

বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আয়োজন করেছে দুই বাংলার ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’।
সন্ধ্যা সাতটায়, মহিলা সমিতি মিলায়তনে বিশ বছর পর ‘গ্যালিলিও’ নাটকের নব মঞ্চায়ন করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়। তাতে অভিনয় করবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর প্রমুখ।
সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে চ্যানেল আই আয়োজিত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর চূড়ান্ত অনুষ্ঠান।