'একজন বঙ্গবন্ধু'কে খুঁজছেন পরিচালক

শ্যাম বেনেগাল খুঁজছেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য উপযুক্ত বাঙালি শিল্পীকে
শ্যাম বেনেগাল খুঁজছেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য উপযুক্ত বাঙালি শিল্পীকে

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ‘দীর্ঘদেহী ও পাতলা গড়নের একজন বঙ্গবন্ধু’কে খুঁজছেন পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশ থেকেই কোনো অভিনেতাকে পছন্দ করতে চান তিনি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ভারতীয় এই পরিচালক।

শ্যাম বেনেগাল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাইব বাংলাদেশ থেকেই কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন। কারণ, সেটাই বেশি সমীচীন হবে। আর তিনি একটু পাতলা গড়নের হলেই ভালো। কারণ, জীবনের বেশির ভাগ সময় শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু বেশ দীর্ঘদেহী আর পাতলা গড়নের ছিলেন।’

এই পরিচালক বলেন, ‘খুব কম লোকই এটা খেয়াল করেন যে শেখ মুজিবুর রহমানের যে বিশাল, ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তাঁর জীবনের পরের দিককার। শেষের দিকে তাঁর কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশির ভাগ সময় তিনি রীতিমতো পাতলা গড়নেরই ছিলেন।’

বিবিসি বাংলার বরাতে আরও বলা হয়, শ্যাম বেনেগালের নিশ্চিত এই ধরনের উপযুক্ত অভিনেতা খুঁজে পেতে বড় একটা সমস্যা হবে না।

২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে তাঁর জীবন নিয়ে যে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটির পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার ভারতের মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নিয়েছে মাস দেড়েক আগেই।