দর্শক 'দেবী' কেন দেখবেন, জানালেন চঞ্চল

‘দেবী’ ছবিতে চঞ্চল চৌধুরী
‘দেবী’ ছবিতে চঞ্চল চৌধুরী

সব সময় টিভি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন চঞ্চল চৌধুরী। মাঝেমধ্যে সিনেমায় অভিনয় করেন। দ্বিতীয় সিনেমা ‘মনপুরা’ দিয়ে তো একরকম ইতিহাস তৈরি করেন এই অভিনয়শিল্পী। এরপর যে কটি সিনেমায় অভিনয় করেছেন, চঞ্চলকে নিয়ে ছিল তুমুল আলোচনা। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আয়নাবাজি’ গত এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ সাড়া জাগানো সিনেমা। এবার আসছে এই অভিনেতার নতুন সিনেমা ‘দেবী’। শুটিংয়ের শুরু থেকে ‘দেবী’ সিনেমা নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। ১৯ অক্টোবর থেকে বাংলাদেশের দর্শক চঞ্চল অভিনীত ‘দেবী’ প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাবেন। কারণ, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সময়ের আলোচিত এই সিনেমা।

বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা জয়া আহসান এই ছবির প্রযোজক। ছবিটি তৈরি করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিতে ‘মিসির আলি’ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে। জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে।

‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী

ছবি মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, ততই অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালক ছবিটিকে বেশি দর্শকের কাছে নিয়ে যেতে নানা প্রচারণা করেছেন। চঞ্চল চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, কেন ‘দেবী’ ছবিটি দর্শক দেখবেন? তিনি বললেন, ‘প্রথমত এটা বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের অসাধারণ উপন্যাস “দেবী” অবলম্বনে নির্মিত। দেশে ও দেশের বাইরে হ‌ুমায়ূন আহমেদের একটা বিশাল ভক্ত গ্রুপ আছে। জয়া আহসান ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন। প্রযোজক জয়ার আত্মপ্রকাশ। বাংলাদেশের পাশাপাশি ভারতেও জয়ার একটা বিশাল ভক্ত তৈরি আছে। এত দিন ধরে অভিনয় করছি, আমারও ভক্ত আছে। অন্য অভিনয়শিল্পী যাঁরা আছেন, তাঁদেরও ভক্ত গ্রুপ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে সবার মধ্যে বিশাল আগ্রহ দেখেছি। সবচেয়ে বড় কথা, “দেবী” হ‌ুমায়ূন আহমেদের অনেক জনপ্রিয় একটি উপন্যাস। হ‌ুমায়ূন আহমেদ সৃষ্ট যতগুলো চরিত্র আছে, তার মধ্যে মিসির আলি অনেক বেশি জনপ্রিয়। এই চরিত্রটি পর্দায় কেমন হয়েছে, তা নিশ্চয়ই দর্শক দেখতে চান।’

‘দেবী’ ছবিতে অভিনয় করার ব্যাপারটাকে ভাগ্য মনে করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘এমন একটি ছবিতে অভিনয় করা বা এমন চরিত্রে অভিনয় করাটা সত্যিই অনেক সৌভাগ্যের ব্যাপার। “দেবী” প্রিয় একটি উপন্যাস। হ‌ুমায়ূন আহমেদ প্রিয় একজন লেখক। তাঁর লেখার একটা মজা হচ্ছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে ইচ্ছে করে। বাংলা সাহিত্যে তাঁর যে অবস্থান, দেবীরও যে জায়গাটা আছে, সেখানে বলা যায় ছবিটাও বেশ ভালো হয়েছে।’

‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান
‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান

মিসির আলি বেশ চিন্তাশীল আর যুক্তিনির্ভর একটা চরিত্র। চরিত্রটি ধারণ করতে চঞ্চল চৌধুরীকে সাহায্য করেছেন ‘দেবী’ ছবির পরিচালক থেকে শুরু করে সবাই। চঞ্চল বলেন, ‘চরিত্রটি যেন দর্শকের কাছে অনেক জীবন্ত হয়ে উঠে, গ্রহণযোগ্য চরিত্র হয়ে উঠে এর জন্য করণীয় সবই করেছি। যে মিসির আলি চরিত্রটি প্রথমবারের মতো বড় পর্দায় আসছে, সেই মিসির আলিকে সবাই পছন্দই করবে। আসলে সেই জায়গা থেকে আমি আশাবাদী যে ছবিটি সবার ভালো লাগবে।’

সম্প্রতি এক ভিডিও বার্তায় চঞ্চল বলেছেন, ‘যাঁরা হ‌ুমায়ূন আহমেদকে পছন্দ করেন, তাঁরা মিসির আলিকেও পছন্দ করেন। এই প্রথম বড় পর্দায় আসছে “মিসির আলি”। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। আপনারা সবাই “দেবী”দেখতে আসবেন। আমার কাছে আপনাদের যেমন চাওয়া বড় বড় কাজ, আপনাদের কাছেও আমার অনেক চাওয়া আছে। আমাদের কাজগুলো আপনারা এসে দেখবেন। শিল্প কিন্তু এমনি এমনি বাঁচে না, শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। দর্শক, আপনারা হচ্ছেন আমাদের শিল্পের পৃষ্ঠপোষক। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা হলে এসে “দেবী” দেখবেন।’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে; পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটাই করতে হবে।’