'দেবী'র মুখোমুখি হচ্ছে 'নায়ক'

‘দেবী’ ও ‘নায়ক’ ছবির পোস্টার, ছবি-সংগৃহীত
‘দেবী’ ও ‘নায়ক’ ছবির পোস্টার, ছবি-সংগৃহীত

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি। ১৯ অক্টোবর ছবিটি দেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে ‘প্রথম আলো’কে নিশ্চিত করেছেন পরিচালক। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত ছবির মধ্যে অন্যতম ‘দেবী’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালক অনম বিশ্বাস।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। এর ঠিক দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের দায়ের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হয়নি। সব ধরনের জটিলতা শেষে অবশেষ মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির দ্বিতীয় দফা মুক্তির আগে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই দিনে ‘দেবী’ মুক্তি পাওয়ার বিষয়টিতে মোটেও চিন্তিত নন ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। তিনি বলেন, ‘আমাদের ছবি ঘরানা এক রকম আর “দেবী” অন্য রকম। দুটি ছবির অভিনয়শিল্পীর দর্শক গ্রহণযোগ্যতাও দুই ধরনের। তাই এসব বিষয় নিয়ে চিন্তার কিছু দেখছি না। তবে প্রযোজক ও অভিনয়শিল্পী জয়া আহসানের “দেবী” ছবির জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকল।’

‘নায়ক’ ছবির গল্প প্রসঙ্গে ইস্পাহানি বলেন, ‘এই ছবিতে একটি সুন্দর গল্প আছে। গল্পটা আমাদের চারপাশ থেকে নেওয়া, দর্শকেরা যে ধরনের গল্প দেখতে চায়। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। প্রেক্ষাগৃহের মালিকদের কাছে নায়ক বাপ্পির আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে।’

‘নায়ক’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘আমার চরিত্রের নাম অভি। ছোটবেলা থেকে কড়া শাসনের মধ্যে অভি বেড়ে ওঠে। একটা সময় সে একরোখা হয়ে যায়। যা খুশি তা-ই করতে চায়। ছবিতে সহশিল্পী অধরা। সে আমার বন্ধুর মতো। নতুন হিসেবে ভালো কাজ করেছে। ছবির গানগুলো সুন্দর।’