বহু বছর পর পূজায় চট্টগ্রামে যাচ্ছি: ঊর্মিলা

ঊর্মিলা
ঊর্মিলা
>

শুরু হয়ে গেছে দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা। প্রতিবছর দুর্গাপূজায় থাকে ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনীত নাটক ও টেলিছবি। তবে এবার ব্যতিক্রম। সেই ব্যতিক্রম নিয়েই সাবেক লাক্স তারকা ঊর্মিলা কথা বললেন প্রথম আলোর সঙ্গে। জানালেন তাঁর এবারের পূজার পরিকল্পনার কথা—

এবার দুর্গাপূজা উপলক্ষে কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করেছেন?
ঈদের পর থেকেই আমার একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। গত রোববার বিয়ের আয়োজন শেষ হয়েছে। গৌতম কৈরি ও প্রীতি দত্তের পরিচালনায় পূজার দুটি নাটকে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিয়ের কারণে বাদ দিতে হয়েছে।

পূজা কীভাবে উদযাপন করবেন?
কাল (আজ মঙ্গলবার) মা, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে চট্টগ্রামে যাচ্ছি। পূজার সময়টা ওখানেই কাটাব। বাবা যখন চট্টগ্রাম সেনানিবাসে ছিলেন, তখন আমরা ওখানে পূজায় অংশ নিতাম। বহু বছর পর পূজায় চট্টগ্রামে যাচ্ছি। পরিবারের সবাই মিলে বিভিন্ন মণ্ডপে ঘুরব।

নাটকের কাজ শুরু করবেন কবে থেকে?
ছুটি কাটিয়ে ২২ অক্টোবর ফিরব। পরের দিন থেকেই কাজ শুরুর ইচ্ছা আছে। সাগর জাহান, জুয়েল মাহমুদ, সৈয়দ শাকিলসহ বেশ কয়েকজন পরিচালককে শিডিউল দেওয়া আছে।

এখন আপনার কী কী নাটক প্রচারিত হচ্ছে?
বিভিন্ন চ্যানেলে বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। বিবি বেগম, কাগজের ফুল, সোনার শেকল, সম্পর্ক, প্রেম নগর ইত্যাদি।

আপনি অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত প্রচার সম্পাদক। আগামী বছর ফেব্রুয়ারি মাসে নতুন কমিটির নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। এবার নির্বাচন করবেন না?
এখন পর্যন্ত ভেবেছি নির্বাচন করব না।

সমসাময়িক কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন—মৌসুমী হামিদ, শবনব ফারিয়া নাকি মেহ্জাবীন?
কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করি না। নিজেকে প্রতিদ্বন্দ্বী মনে করি।

দেশের প্রধানমন্ত্রী হলে সবার আগে কোন সমস্যটা সমাধান করবেন?
পাহাড়িদের সমস্যা সমাধান করতে চাই।

পূজার সময় পাওয়া সবচেয়ে দামি উপহার কী?
২০১৬ সালে বাবা মারা যাওয়ার তিন দিন আগে তিনি নিজে পছন্দ করে আমাকে ২০টি তাঁতের শাড়ি কিনে দিয়েছিলেন। সেখানে লাল পাড়ের একটা সাদা শাড়ি তাঁর সবচেয়ে প্রিয় ছিল। সেটাই আমার কাছে সবচেয়ে দামি এখন।