'গানবাজ'-এ গাইবেন কৃষ্ণকলি

কৃষ্ণকলি ইসলাম
কৃষ্ণকলি ইসলাম

প্রথম আলো অনলাইনে ‘গানবাজ’ অনুষ্ঠানে এবার গান করবেন কৃষ্ণকলি ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন গাজী শারমিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি যে-কেউ নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। শোনা যাবে এবিসি রেডিওতে, পরদিন শুক্রবার বিকেল চারটায়।

‘গানবাজ’ অনুষ্ঠানে গান করা নিয়ে কৃষ্ণকলি বলেন, ‘কিছু নতুন আর কিছু পুরোনো গান গাইব। যেমন ধরুন “চাঁদ খুঁজে খুঁজে”, “বন্ধু তোমার”, “কালো জলে” এই গানগুলো। আর একদমই নতুন কিছু গান গাইব।’

বর্তমানে গানের অ্যালবাম নিয়ে ব্যস্ত এই শিল্পী। কৃষ্ণকলি বলেন, ‘নতুন গানগুলো করছি। একটা রবীন্দ্রসংগীতের অ্যালবাম নিয়ে কাজ করছি। গানগুলোর সংগীতায়োজন প্রায় শেষ। আশা করছি খুব শিগগির শ্রোতাদের সামনে নিয়ে আসতে পারব।’

‘মনপুরা’ সিনেমায় গান গাওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কৃষ্ণকলি। ওই সিনেমাটি পরিচালনা করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। একই পরিচালকের পরবর্তী ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রেও গান করেছেন কৃষ্ণকলি। সিনেমায় গান করা নিয়ে তিনি বলেন, ‘যদি ব্যাটে-বলে মিলে যায় অবশ্যই সিনেমায় গান করব। না মিললে তো হবে না।’ এখন শারদীয় দুর্গাপূজা চলছে। শ্রোতাদের পূজার শুভেচ্ছা জানান এই শিল্পী।