গাইলেন, কাঁদলেন, কাঁদালেন

আইয়ুব বাচ্চুর মতোই গিটার হাতে গাইলেন ছেলে আহনাফ তাজওয়ার। ভাইয়ের সঙ্গে কণ্ঠ মেলালেন বোন ফাইরুজ সাফরা। গতকাল রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।  সৌরভ দাশ
আইয়ুব বাচ্চুর মতোই গিটার হাতে গাইলেন ছেলে আহনাফ তাজওয়ার। ভাইয়ের সঙ্গে কণ্ঠ মেলালেন বোন ফাইরুজ সাফরা। গতকাল রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সৌরভ দাশ

মঞ্চে এলআরবি মানেই ছিল আইয়ুব বাচ্চুর গিটারের জাদু, গানে গানে দর্শক মাতিয়ে তোলা। এখন তিনি নেই বলেই কি থেমে যাবে কনসার্ট? তা যে হওয়ার নয়। কারণ বাচ্চুই বলেছিলেন ‘শো মাস্ট বি গো অন।’

তাই বাচ্চু ছাড়াই মঞ্চে উঠল এলআরবি। বাবার বদলে ছেলে আহনাফ তাজওয়ার তুলে নিলেন গিটার। ঝড়ও তুললেন গিটারে। গাইলেন, কাঁদলেন আর কাঁদালেন হাজারো দর্শককে। সঙ্গে ছিলেন তাঁর বোন ফাইরুজ সাফরাসহ এলআরবি ব্যান্ডের অন্য সদস্যরা। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্টে’ না থেকেও যেন আরও বেশি করেই ছিলেন আইয়ুব বাচ্চু।

গতকাল রাত পৌনে দশটা। গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস মাইক হাতে নিয়ে বললেন—‘এটা খুবই কষ্টের যে বাচ্চু ভাইকে ছাড়াই প্রথমবারের মতো এলআরবিকে মঞ্চে ডাকতে হচ্ছে। কিন্তু বাচ্চু ভাই বলেছিলেন—শো মাস্ট বি গো অন। তাই এলআরবি আসছে আপনাদের সামনে।’ এর পরপরই মঞ্চে ওঠেন ব্যান্ডটির সদস্য স্বপন, শামিম, মাসুম ও রোমেল। তাঁদের সঙ্গে আইয়ুব বাচ্চুর ছেলে এবং মেয়েকে উঠতে দেখে আবেগে ফেটে পড়েন দর্শকেরা।

প্রথমেই আহনাফকে কিছু বলতে বললেন তাপস। কান্নামাখা কণ্ঠে তিনি বললেন, ‘বাবাকে আপনারা এভাবেই স্মরণ করবেন—যেন তিনি ওপার থেকে তাঁর প্রিয় চট্টগ্রামকে শুনতে পান।’ মেয়ে ফাইরুজ বলেন, ‘আব্বু নেই। আপনারা দোয়া করবেন।’

বক্তব্য শেষে এলআরবি প্রথমেই গাইল—‘অভিলাষী আমি, অভিমানী তুমি’ গানটি। এরপরেই সেই বিখ্যাত গান, ‘চল বদলে যাই’। এলআরবির সঙ্গে গিটার বাজান মানাম আহমেদও।

কনসার্টে আরও গান পরিবেশন করেন হৃদয় খান, রিংকু, রেশমী, শামীম, কুদ্দুস বয়াতি, চিশতি বাউল ও ফকির শাহাবুদ্দিন।