আনিসুল হকের 'সবিনয়ে জানতে চাই'-এ আব্দুন নূর তুষার

নতুন সবিনয়ে জানতে চাই অনুষ্ঠানের সেটে উপস্থাপক ও অতিথি
নতুন সবিনয়ে জানতে চাই অনুষ্ঠানের সেটে উপস্থাপক ও অতিথি

আগামীকাল থেকে নাগরিক টিভিতে নতুন করে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘সবিনয়ে জানতে চাই’। এই চ্যানেলে অনুষ্ঠানটি নতুন করে শুরু হলেও একই নামে ১৯৯৬ সালে বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রয়াত মেয়র আনিসুল হক। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই সময় এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন আব্দুন নূর তুষার। এবার নাগরিক টিভিতে ‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।

‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮-এর নির্বাচনী আসন, প্রার্থী ও জনগণের ওপর নির্বাচনী প্রভাব, সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ দর্শকেরা।

উল্লেখ্য, আব্দুন নূর তুষার বর্তমানে নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যুক্ত আছেন।

‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার রাত ১১টায়।