এ কোন ভাবনা?

আশনা হাবিব ভাবনা
আশনা হাবিব ভাবনা

কাদা-মাটি মাখা আশনা হাবিব ভাবনাকে চেনা দায়! এমন সাজে আগে দেখা যায়নি তাঁকে। ‘বাজল ঝুমুর তারার নূপুর’ নামে নৃত্যের একটি রিয়েলিটি অনুষ্ঠানের জন্য এভাবেই গায়ে মাটি মেখে মঞ্চে নেচেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটির সঙ্গে নাচেন তিনি। নৃত্য পরিচালনায় ছিলেন ভারতের কলকাতার রাহুল নন্দী।

ভাবনা বলেন, তাঁর এই সাজ প্রতীকী হিসেবে খরা বোঝানো হয়েছে। পৃথিবীজুড়ে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার বিষয়টি উঠে আসবে নাচে। ভরতনাট্যম ও তাণ্ডবনৃত্যের মিশ্রণে প্রায় আট মিনিটের নাচ এটি। কাজটি করা বেশ কঠিন ছিল ভাবনার কাছে। এত সময় ধরে নাচটি করতে গিয়ে মঞ্চে পড়েও গিয়েছিলেন তিনি। তিন–চার ঘণ্টা ধরে গায়ে মাটি মেখে রাখতে হয়েছিল। ভাবনা বলেন, ‘রাহুল নন্দী আমাকে বলেছিলেন, মঞ্চে ওঠার এক ঘণ্টা আগে ভেজা মাটি গায়ে মাখতে হবে। পরে মাটি না শুকানো পর্যন্ত মঞ্চে ওঠা যায়নি। মাটি শুকাতে কয়েক ঘণ্টা লেগেছে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুরো তিন দিন তিন রাত ধরে অনুশীলন করতে হয়েছে। শরীরের ওপর দিয়ে বেশ ধকল গেছে।’

‘বাজল ঝুমুর তারার নূপুর’ নাগরিক টেলিভিশনে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে। আগামী সপ্তাহে এই পর্ব দেখানোর কথা আছে।