পত্রিকায় তিন-চার শ শব্দের কলাম লিখতাম

মৌসুমী
মৌসুমী

‘ইয়েস নিউজ বিডি ডটকম’ নামে একটি ওয়েব পোর্টাল খুলেছেন মৌসুমী। এটির সম্পাদক তিনি। উপদেষ্টা সম্পাদক মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। খুলেছেন ‘ইয়েস ম্যাক্স’ নামে একটি ইউটিউব চ্যানেলও। ৩ নভেম্বর মৌসুমী তাঁর জন্মদিনের সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের এ খবর দেন। এই খবরসহ তাঁর চলচ্চিত্রে অভিনয়, লেখালেখি ইত্যাদি নানা বিষয়ে কথা বলেছেন বড় পর্দার এই অভিনেত্রী।

ওয়েব পোর্টাল খোলার ভাবনা কি আগে থেকেই ছিল?
দশ বছর আগে থেকেই এই ভাবনা ছিল। ১০ বছর আগে সম্পাদক হিসেবে প্রিয়জন নামে একটি পত্রিকার একটি সংখ্যা বের করেছিলাম। এটি করতে গিয়ে বেশ মজা পাই। তখন থেকেই ভাবনাটি মাথায় আসে।

বড় পরিসরে করার ইচ্ছা আছে?
পর্যায়ক্রমে বড় পরিসরেই হবে। যেহেতু আমি বিনোদনের মানুষ, তাই প্রথমে শুধু বিনোদন বিভাগ দিয়েই শুরু করলাম। এরপর খেলাধুলার বিভাগ চালু হবে। পরবর্তীকালে আস্তে আস্তে অন্যান্য বিষয় যুক্ত হবে।

আপনি পোর্টালটির সম্পাদক হয়েছেন। আগে থেকে লেখালেখির অভিজ্ঞতা ছিল?
আগে মাঝেমধ্যে বিভিন্ন পত্রিকায় তিন-চার শ শব্দের কলাম লিখতাম। বছরের বিশেষ দিন বা পত্রিকার বিশেষ দিনে লিখতে হতো। সেখান থেকেই কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এ ছাড়া কবিতা ও গান লিখতাম।

এখন কি নিয়মিত কবিতা ও গান লেখা হয়?
আগে বেশি লেখা হতো। সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়াছবি সিনেমায় গান লিখেছিলাম। ছবিটি এখনো মুক্তি পায়নি।

কবিতাগুলো কি বই আকারে বের করার ইচ্ছা আছে?
ইচ্ছা তো আছেই। আত্মজীবনীর সঙ্গে এসব কবিতা, গানগুলো এক মলাটে আনব।

ইউটিউবটি চ্যানেল তো খুলেছেন, কী দেখা যাবে তাতে?
হ্যাঁ। আমি ও সানী মিলে চ্যানেলটি দেখাশোনা করব। এই চ্যানেলের সঙ্গে ওয়েব পোর্টালও যোগ হবে। ওয়েব পোর্টালের জন্য তারকাদের সাক্ষাৎকার নেওয়ার সময় তা ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছাড়ব।

ইউটিউবে নাটক বা চলচ্চিত্র দেখা যাবে না?
সাক্ষাৎকারের পাশাপাশি নিজেদের প্রযোজিত বিভিন্ন নাটক, ওয়েব সিরিজ বা সিনেমাগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।

সম্প্রতি আপনার অভিনীত ‘নায়ক’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখেছেন?
সিনেমাটি দেখা হয়নি। তবে শুনেছি দর্শক সিনেমাটি পছন্দ করেছেন।

বর্তমানে কী কাজ করছেন?
আপাতত কোনো কাজ হাতে নিচ্ছি না। রাত্রীর যাত্রী আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। নোলক ও লিডার নামে দুটির ছবির কাজ কিছু বাকি আছে। এগুলো শেষ করে পরিকল্পনামতো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হব।

শেষ তিন প্রশ্ন
আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণ করলে এ সময়ের কোন নায়ক-নায়িকা নিয়ে কাজ করতে চান?
গল্পের ওপর নির্ভর করে নায়ক-নায়িকা বাছাই করতে চাই।

এ সময়ে আপনার বিপরীতে কাকে নায়ক হিসেবে নিতে চান?
শাকিব খানকে। কারণ বর্তমান সময়ে সিনেমার বাজারের কথাও ভাবতে হবে।

দেশের প্রধানমন্ত্রী হলে কোন সমস্যাটিতে প্রথমে হাত দিতে চান?
প্রথমেই ব্যবসা–বাণিজ্যের সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই।