আর্টসেলে মেটাল মেজের ফয়সাল

মেটাল মেজের ফয়সাল আহমেদকে বরণ করে নেন আর্টসেলের লিংকন
মেটাল মেজের ফয়সাল আহমেদকে বরণ করে নেন আর্টসেলের লিংকন

চার বছর ধরে তরুণ প্রজন্মের জনপ্রিয় গানের দল আর্টসেলে ড্রামার ও লিড গিটারিস্টের অভাব ছিল। এদিকে পারস্পরিক দ্বন্দ্বের কারণে দুজন গুরুত্বপূর্ণ সদস্য সাজু ও সেজান চার বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। কার্যক্রম চালিয়ে নিতে দুজন অতিথি শিল্পীকে নিয়ে কনসার্টে অংশ নিতে দেখা গেছে আর্টসেলকে। এবার ব্যান্ডটি একজন স্থায়ী সদস্য পেয়েছে। নতুন এই সদস্য মেটাল মেজের প্রতিষ্ঠাতা ও লিড গিটারিস্ট ফয়সাল আহমেদ। আর্টসেলের অন্যতম সদস্য লিংকন প্রথম আলোকে বলেন, ফয়সাল আহমেদ যোগ দেওয়ায় আর্টসেল অভিজ্ঞ ও দক্ষ একজন গিটারিস্ট পেয়েছে।

এদিকে নতুন সদস্য ফয়সালকে নিয়ে আজ শনিবার বিকেলে আর্টসেল রাজধানীর মহাখালীর একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নেবে। লিংকন জানান, শিগগিরই তাঁদের বড় কনসার্টেও দেখা যাবে। গতকাল শুক্রবার ফয়সালের সঙ্গে আর্টসেলের স্থায়ী সদস্য হিসেবে চুক্তি হয়েছে।

আর্টসেলের বর্তমান সদস্যরা হলেন লিড ভোকাল ও রিভ গিটার লিংকন, লিড গিটার ও ব্যাকআপ ভোকাল ফয়সাল আহমেদ, বেজ গিটার তিতাস এবং ড্রামসে রিয়াজ (মেকানিকস)। লিংকন জানান, সাজু ও সেজান যখন অস্ট্রেলিয়া থেকে আসবেন, তখন রিয়াজ ও তিতাস তাঁদের জায়গা ছেড়ে দেবেন। এই দুজনের সঙ্গে সেভাবেই আলোচনা হয়েছে।

ফয়সাল আহমেদ ১৯৯৫ সালে গানের দল মেটাল মেজ গড়ে তোলেন। একই সময়ে গড়ে ওঠে হেভি মেটাল ব্যান্ড আর্টসেল। ফয়সাল বলেন, ‘আমার গানের দল মেটাল মেজে কিছু সমস্যা ছিল, কয়েকবার ভোকাল বদল করতে হয়েছে। একসময় দেখলাম, নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হচ্ছে। তাই মেটাল মেজের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিই।’

২০১৮ সালের শুরুর দিকে মেটাল মেজের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফয়সাল বলেন, ‘আর্টসেল তো আমাদের প্রজন্মের ব্যান্ড। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। শুরুর দিকে আন্ডারগ্রাউন্ড শো করতাম। আর্টসেলও সদস্য নিয়ে অনেক দিন সমস্যার মধ্যে যাচ্ছে। অ্যালবামের কাজও থেমে আছে। মাঝে সাজু ও সেজান দেশের বাইরে চলে যায়। এরপর অতিথি সদস্য নিয়ে ব্যান্ড চলছে। এর মধ্যে সাজু, সেজান ও লিংকন তিনজনই তাঁদের ব্যান্ডে যোগ দেওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়। এদিকে বামবা থেকেও জ্যেষ্ঠ শিল্পীরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।’

আর্টসেলে যোগ দিতে পেরে ভালো লাগছে ফয়সালের। বললেন, ‘আর্টসেল খুব ভালো ব্যান্ড। খুবই জনপ্রিয়। আমরা একই ধারার গান করি। আমার জন্য এটা ভালো প্রস্তাব, আমি একটা ভালো ব্যান্ডে বাজাব। আমার ব্যান্ড যেহেতু বন্ধ, আমাকে তো কিছু করতে হবে। নতুন কিছু শুরু করার চেয়ে একটা প্রতিষ্ঠিত ব্যান্ডের সঙ্গে থাকা বেশি ভালো হবে বলে মনে করেছি।’

মেটাল মেজের পাশাপাশি ফয়সাল আহমেদ অতিথি হিসেবে ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইটে বাজিয়েছেন। ছিলেন পেন্টাগন ও আর্কের স্থায়ী সদস্য। এবার তাঁকে আর্টসেলে স্থায়ী সদস্য হিসেবে দেখা যাবে।

এদিকে ফয়সাল আহমেদকে পেয়ে আর্টসেলের লিংকন খুশি। তিনি বলেন, ‘আমাদের ব্যান্ডের জন্য এটা বিশাল সুযোগ, ফয়সাল ভাইকে আমরা পেয়েছি, যা আমাদের জন্য বেশি দরকার ছিল।’