সৎমায়ের জন্য এত প্রশংসা!

‘কেদারনাথ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খান। ছবি: প্রথম আলো
‘কেদারনাথ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খান। ছবি: প্রথম আলো

এসে গেছে ‘কেদারনাথ’ ছবির ট্রেলার। বিতর্কের জালে জড়িয়ে ছিল অভিষেক কাপুর পরিচালিত ছবিটি। ‘কেদারনাথ’ ছবিকে ঘিরে বাড়তি উৎসাহের কারণ সারা আলী খান। এই ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের মেয়ে সারার।

আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির ট্রেলার। এটি নিখাদ প্রেমের ছবি। সারার বিপরীতে এই ছবিতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। ক্যারিয়ারের প্রথম ছবি নিয়ে সারা খুবই খুশি। সংবাদ সম্মেলনে বললেন, ‘এই ছবির চিত্রনাট্য শুনে আমার এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারব না। এ ক্ষেত্রে আমি বাবা-মা কারও নিষেধই শুনতাম না। ছবিটা করব, তা নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

কার কাছ থেকে অভিনয়ের টিপস পেয়েছেন? সারা বলেন, ‘সুশান্ত আর পরিচালক অভিষেক পাশে থাকায় কারও পরামর্শের প্রয়োজন হয়নি।’

মা-বাবা কার কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন? সারা বললেন, ‘আমি থাকি মায়ের সঙ্গে। মায়ের কাছ থেকেই বেশি সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। আমি কী পরব, কীভাবে সাজব, কীভাবে কথা বলব, কোথায় যাব—এসব ব্যাপারে মায়ের সাহায্য নিই।’

সৎমা কারিনা কাপুর খান আর দাদি শর্মিলা ঠাকুরের কাছ থেকে কী শিখেছেন? সারা বললেন, ‘কারিনা পেশাদার একজন নারী। তিনি দুর্দান্ত কাজ করেন। আমি তাঁকে দেখে তাঁর কাছে থেকে পেশাদারত্ব শিখতে চাই।’ এরপর মজার ছলে তিনি বলেন, ‘বাবার কাছ থেকে ইতিহাস শিখেছি। আর দাদির কাছ থেকে রাজনীতি শিখেছি।’

কয়েক মাস আগে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেছেন। তখন মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘ধড়ক’ ছবিটি। তাই স্বাভাবিকভাবেই চলে আসে জাহ্নবীর সঙ্গে সারার তুলনা। এ প্রসঙ্গে সাইফ-অমৃতা কন্যা বললেন, ‘আমি জাহ্নবীর “ধড়ক” ছবিটা দেখেছি। জাহ্নবী খুব ভালো কাজ করেছে। সবাই ওকে পছন্দ করেছে। আশা করি, আমাকেও সবাই ভালোবাসবেন।’

‘কেদারনাথ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সারা আলী খান। ছবি: প্রথম আলো
‘কেদারনাথ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সারা আলী খান। ছবি: প্রথম আলো

‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতকে ‘পিঠঠু’ হিসেবে দেখা যাবে। এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন ‘ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ ছবির এই অভিনেতা। পরিচালক অভিষেক কাপুর বললেন, ‘সুশান্ত এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছেন। কেদারনাথে টানা ১৫ দিন আমরা শুটিং করেছি। তখন নিজের চরিত্রের প্রয়োজনে রোজ ৬০ কেজি ওজন সুশান্ত পাহাড়ি রাস্তায় বহন করত। আপনারা নিশ্চয় জানেন, কেদারনাথে যারা হেঁটে পাহাড়ে চড়তে পারেন না, তাদের পিঠঠুরা পিঠে বহন করে নিয়ে যায়।’

‘কেদারনাথ’ ছবিটি ৭ ডিসেম্বর মুক্তি পাবে।