ম্যাচসেরা নায়ক পেলেন হাজার টাকা

‘দহন’ ছবির নায়ক সিয়াম পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার টাকা
‘দহন’ ছবির নায়ক সিয়াম পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার টাকা

মুক্তির দিক দিয়ে ‘দহন’ ছবিকে পিছিয়ে এগিয়ে আসে ‘মিস্টার বাংলাদেশ’। কিন্তু দুই ছবির অভিনয়শিল্পী আর কলাকুশলীকে নিয়ে আয়োজিত ক্রিকেট ম্যাচে হারতে হলো এগিয়ে থাকা ‘মিস্টার বাংলাদেশ’কে। সীমিত ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচে ‘দহন’ হারিয়ে দেয় ‘মিস্টার বাংলাদেশ’ দলকে। ম্যাচসেরা হন ‘দহন’ ছবির নায়ক সিয়াম। পুরস্কার হিসেবে ট্রফির বাইরে পেয়েছেন এক হাজার টাকা!

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দেওয়া তথ্য থেকে জানা গেছে, ‘দহন’ ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল এ মাসের শুরুতে। সেভাবেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু হঠাৎ প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ সিদ্ধান্ত বদল করেন। জানালেন, ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে তাঁরই প্রতিষ্ঠান। আর তাই তো সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘দহন’ ছবিটি মুক্তি দিতে আরও কিছুদিন সময় চান।

এবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা এসেছে, ‘দহন’ ছবি আর ‘মিস্টার বাংলাদেশ’ ছবি দুটির শিল্পী ও কলাকুশলী নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আবাহনী মাঠে দুই ছবির অভিনয়শিল্পী আর কলাকুশলীরা খেলায় অংশ নেন। চিত্রনায়ক সিয়ামের নেতৃত্বে ৬ উইকেটে জয় পেয়েছে ‘দহন’ ছবির দল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ‘দহন’ দল। ব্যাটিংয়ে এসে নির্ধারিত ১২ ওভারে ৭৬ রান করে খিজির হায়াত খানের দল ‘মিস্টার বাংলাদেশ’। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সিয়ামের ব্যাটিং নৈপুণ্যে ১৩ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় ‘দহন’ ছবির দল। ৩ ওভার বল করে ২ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন সিয়াম। তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক হাজার টাকা। তবে দুই দলের প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন একটি করে মেডেল। চ্যাম্পিয়ন দল ‘দহন’ পেয়েছে ট্রফি।

সীমিত ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচে ‘দহন’ হারিয়ে দেয় ‘মিস্টার বাংলাদেশ’ দলকে
সীমিত ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচে ‘দহন’ হারিয়ে দেয় ‘মিস্টার বাংলাদেশ’ দলকে

দুই দলের ১১ জন করে খেলোয়াড় অংশ নেন খেলায়। দুদলের খেলায় অংশ নিয়েছেন সিয়াম, পূজা, রাজ রিপা, রায়হান রাফী, শিমুল খান, খিজির হায়াত খান, হারুন রশিদ, শানু, টাইগার রবিসহ অনেকে।

প্রসঙ্গত, ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে অভিনয় করেছেন খিজির হায়াত খান। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর। অন্যদিকে ‘দহন’ নির্মাণ করেছেন রায়হান রাফি। এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও জাকিয়া বারী মম। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমা ৩০ নভেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।