মা-বাবা যা করেননি, ছেলেমেয়ে করেছে তা

‘লিটল প্রিন্সেস’ নাটকে অভিনয় করেছে আজাদ আর আরাধ্য
‘লিটল প্রিন্সেস’ নাটকে অভিনয় করেছে আজাদ আর আরাধ্য

মা-বাবার জীবনে যে ঘটনা ঘটেনি, ছেলেমেয়ের জীবনে ঘটল সেটি। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আর আমির খানের একসঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি। কিন্তু তাঁদের ছেলেমেয়েরা একত্রে অভিনয় করেছে। জানা গেছে, তারা অভিনয় করেছে একটি নাটকে।

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্য এবং আমির খান ও কিরণ রাওয়ের ছেলে আজাদ পড়ে একই স্কুলে। ভারতের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তারা দুজনই। ওই স্কুলে মঞ্চস্থ হয় ‘লিটল প্রিন্সেস’ নামের একটি নাটক। নাটকে আজাদ অভিনয় করেছে রামের ভূমিকায় এবং আরাধ্য করেছে সীতার ভূমিকায়। তাদের সেই নাটকের ভিডিও উড়ে বেড়াচ্ছে অনলাইনে। দুই তারকার ফ্যান ক্লাবের সদস্যরা অনলাইনে ভাইরাল করে দিয়েছে তাঁদের সন্তানদের ছবি।

দিনের শুরুতেই নাকি বোঝা যায়, দিনটি কেমন যাবে। তাই এ তারকাদের সন্তানদের ভবিষ্যৎ যে অভিনয়মুখী, তা ধরেই নেওয়া যায়। সন্তানকে দিয়ে অভিনয় করাবেন কি না, এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘পরিণত বয়সে আরাধ্য যে সিদ্ধান্ত নেবে, আমরা তাকে সমর্থন দেব। অভিভাবক হিসেবে আমরা সবাই সন্তানদের মঙ্গল চাই। কিন্তু পেশা হিসেবে তারা কোনটিকে বেছে নেবে, সে সিদ্ধান্তটি তাঁদের নিতে দেওয়া উচিত।’

স্কুলে ঢোকার আগেই দেখা হয় আজাদ আর আরাধ্যর। এ সময় তাদের সঙ্গে ছিলেন কিরণ রাও ও ঐশ্বরিয়া রাই বচ্চন
স্কুলে ঢোকার আগেই দেখা হয় আজাদ আর আরাধ্যর। এ সময় তাদের সঙ্গে ছিলেন কিরণ রাও ও ঐশ্বরিয়া রাই বচ্চন

অভিনয়শিল্পী মা-বাবার সন্তানেরা অভিনয় করতেই পারে। যদি স্কুল থেকেই হয় তার শুরু, সে–ও মন্দ কী? ঐশ্বরিয়া-আমিরের একে অন্যের সঙ্গে অভিনয় করা হয়নি, তাতে কী? তাঁদের ছেলেমেয়ে তো একত্রে অভিনয় করল।

ক্যারিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ছবি করা হয়নি এককালের ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বরিয়ার। প্রস্তাব পেয়ে নিজে থেকেই ‘না’ বলে দিয়েছিলেন তিনি। বছর তিন আগে একবার আমিরের সঙ্গে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু কেন সেই সময় আমিরের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি? ভারতীয় টিভি চ্যানেলের ‘কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানে ‘জাজবা’ ছবির প্রচারে গিয়ে সেই প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমিরের বিপরীতে “রাজা-হিন্দুস্তানি” ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ওই সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি। তবে এখন সুযোগ পেলে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে।’

মজার বিষয় হচ্ছে, ঐশ্বরিয়া ও আমির একত্রে কোনো কাজই করেননি, তা নয়। একত্রে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন তাঁরা। আর সেই দুই বিজ্ঞাপন জনপ্রিয়তাও পেয়েছিল। হিন্দুস্তান টাইমস