আমি যুদ্ধে নেমেছি: কনকচাঁপা

জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কনকচাঁপা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মনির খান ও বেবি নাজনীন
জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কনকচাঁপা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মনির খান ও বেবি নাজনীন

‘আমি পঞ্চাশের ঘরের একজন মানুষ। এই বয়সেই গানের জগতের সব পুরস্কার, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। নাতি-নাতনি, মেয়েজামাই, ছেলেবউদের দিয়ে সাজানো বেহেশতের বাগানের মতো আমার সংসার। কিন্তু এই জীবন ছেড়ে নির্বাচনের যুদ্ধে নেমেছি মানুষকে ভালোবেসে। কারণ, তাঁদের অপার ভালোবাসার বিনিময়ে অনেক বেশি ভালোবাসা উপহার দিতে চাই।’ বললেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কনকচাঁপা জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনের জন্য দল থেকে যদি কনকচাঁপাকে মনোনীত করা হয়, তাহলে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বর্তমান সরকারে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশ নিতে চান কেন? কনকচাঁপা বললেন, ‘ছোটবেলা থেকে মাকে সমাজসেবা করতে দেখেছি। মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পক্ষে কথা বলা—এগুলো ছিল মায়ের অভ্যাস। তাঁর আদর্শেই বড় হয়েছি। যখন পেশাদার শিল্পী হয়েছি, তখন থেকেই অসহায়ের পাশে আছি। সমাজের সব অসংগতির বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। একজন সফল শিল্পী হয়েও কখনো আমার বিত্তকে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তে পরিবর্তন করিনি। আমার মানসিক শক্তি, শারীরিক শক্তি সবই বর্তমান। আমি একজন সাহসী মানুষ বটে। আর মানুষের পাশে দাঁড়াতে বড় প্ল্যাটফর্ম দরকার। আমি মনে করি, নির্বাচন সেই প্ল্যাটফর্ম।’

নিজের ব্যাপারে কনকচাঁপা বলেন, ‘আমি একজন সৎ মানুষ। সততা আমার গর্ব।’

কনকচাঁপা সিরাজগঞ্জের কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘আমি এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই। তাঁরা অনেক দিন ধরে অসহায় জীবন যাপন করছেন। সেখানে আমার আরাম আয়েশের জীবন ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই। নিজের শিক্ষার শিকড়ের ওপর দাঁড়িয়ে আমি দিন বদলের খেলা খেলতে চাই। আমি যুদ্ধে নেমেছি।’

নির্বাচনকে যুদ্ধ বলছেন কেন? কনকচাঁপা বলেন, ‘কারণ সত্যিকারের যুদ্ধ করতে হবে, তাই। লেভেল প্লেয়িং ফিল্ড আছে? আর সময়ও কম। এত অল্প সময়ে ঘরে ঘরে সবার কাছে গিয়ে ভোট চাওয়া সম্ভব?’