'ভালো আছি, রাতে গাড়িতে ঘুমাব'

মা জেনেট আর বাবা মার্টিন শিনের সঙ্গে চার্লি শিন
মা জেনেট আর বাবা মার্টিন শিনের সঙ্গে চার্লি শিন

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে অনেকের বাড়ি। বহু তারকা নিজেদের বাড়ি-গাড়ি হারিয়েছেন। অভিনেতা চার্লি শিন হারিয়ে ফেলেছিলেন নিজের মা-বাবাকে। তবে অজ্ঞাত জায়গা থেকে চার্লির বাবা অভিনেতা মার্টিন শিন খুদে বার্তায় ছেলেকে জানিয়েছিলেন, তাঁরা ভালো আছেন। রাতে গাড়ির ভেতর ঘুমাবেন তাঁরা।

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ থেকে উত্তরে ছড়িয়ে পড়ে দাবানল। সোমবার পুড়ে ছাই হয়ে গেছে প্যারাডাইস শহরটি। আগুনের হাত থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার সৈকত শহর মালিবু ছেড়ে যেতে হয়েছে অনেক তারকাকে। এ শহরেই থাকতেন হলিউডের বহু তারকা। অভিনেতা চার্লি শিন টুইটারে মা জেনেট আর বাবা মার্টিনকে হারানোর খবর পোস্ট করার পর তাঁদের খুঁজে পান ফক্স ইলেভেন চ্যানেলের এক সাংবাদিক। তাঁর ফোন থেকে এক খুদেবার্তায় মার্টিন শিন ছেলেদের লিখেছেন, ‘এমিলিও, র‍্যামন, রেনি, চার্লি; আমরা ভালো আছি। আমরা জুমা সৈকতে। সম্ভবত আজ রাতে আমরা গাড়ির ভেতরে ঘুমাব। আমরা ভালো, আশা করি তোমরাও ভালো আছো। এই লোকটিকে ধন্যবাদ, যে তোমাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিয়েছে।’

এক সাক্ষাৎকারে মার্টিন শিন বলেন, ‘৪৮ বছরে মালিবুতে এত ভয়াবহ দাবানল হয়নি। এমন ধ্বংসযজ্ঞ আগে কখনো হতে দেখিনি। দাবানলের আগুন থেকে রক্ষা পেতে রেইন উইলসন, কিম কার্ডাশিয়ান, লেডি গাগার মতো অনেক তারকা বাড়ি ছেড়ে যান। ডেকান ক্রনিকল