স্কুলে যাচ্ছে শাকিবপুত্র জয়

আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: প্রথম আলো
আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: প্রথম আলো

মা অপু বিশ্বাসের কোলে চড়ে স্কুলে গেল শাকিবপুত্র আব্রাম খান জয়। গত বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্কুলে ভর্তি করা হয় জয়কে। ছেলেকে ভর্তি করানোর জন্য একসঙ্গে স্কুলে যান শাকিব-অপু। দুই ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তাঁরা। কথা বলেছেন স্কুলের শিক্ষকদের সঙ্গে। স্কুল কর্তৃপক্ষও জয়কে পেয়ে ভীষণ খুশি। আজ ছিল জয়ের স্কুলের প্রথম দিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মায়ের সঙ্গে স্কুলে গিয়ে অনেকটা সময় কাটায় জয়।

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পর প্রথম আলোর সঙ্গে কথা বলেন নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, যেদিন মা হয়েছিলাম। চেয়েছিলাম সন্তানকে যেন একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারি, একটা ভালো পরিবেশ দিতে পারি। ভালো একটা স্কুল পাওয়া গেল, এখন শুধু চাওয়া—সন্তান যেন ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে।’

স্কুলের শিক্ষকের সঙ্গে জয়
স্কুলের শিক্ষকের সঙ্গে জয়

মা চাইলেও মাত্র দুই বছর আড়াই মাস বয়সী জয়কে এ সময় স্কুলে দিতে রাজি হচ্ছিলেন না বাবা শাকিব খান। অপু বলেন, ‘শাকিব চেয়েছিল আরও কিছুদিন পর জয় স্কুলে যাক। আমি বুঝিয়ে বলার পরে অবশ্য সে সম্মতি দিয়েছে। এ সপ্তাহে ওকে আমিই স্কুলে আনা-নেওয়া করব। শাকিব বলেছে, সামনের সপ্তাহে সে আনবে।’ হাসতে হাসতে অপু বলেন, ‘সকালে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যাপারে ছাড় দেওয়া হলেও, আনার সময় সে ছাড় পাবে না। এমনিতেই শাকিবকে শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। শুটিং না থাকলে এ কাজটা সে ঠিকমতোই পালন করবে। শাকিব তাঁর সন্তানের ব্যাপারে খুবই সিরিয়াস। ওর পুরো পৃথিবী একদিকে, সন্তান অন্যদিকে।’

এত ছোট শিশুকে স্কুলে ভর্তি করালেন কেন? জানতে চাইলে অপু বলেন, ‘স্কুলে যাওয়া-আসার মধ্য দিয়ে জয়ের বন্ধু তৈরি হবে। এটা ওর মানসিক বিকাশে সহযোগিতা করবে। স্কুলে পড়াশোনাটা আসল বিষয় না, সে একটা নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিখবে। আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশও পাবে। আমাদের দেশে সাধারণত দুই বছরের শিশুকে স্কুলে ভর্তি করানো হয় না। তবে দেশের বাইরে দেখেছি, শিশুদের ফ্রি স্কুলে পাঠানো হয়। সেটা ভেবেই জয়কে স্কুলে দেওয়া।’

আঁকিবুঁকি দিয়ে স্কুলজীবন শুরু হলো জয়ের
আঁকিবুঁকি দিয়ে স্কুলজীবন শুরু হলো জয়ের

চলচ্চিত্রে কাজ করতে গিয়েই বগুড়ার মেয়ে অপুর সঙ্গে পরিণয় হয় গোপালগঞ্জের ছেলে শাকিব খানের। বহু রোমান্টিক ছবির এ জুটি দর্শককে প্রেমের সাগরে ভাসাতে গিয়ে নিজেরাই ভেসে গেছেন প্রেমে। প্রেম-ভালোবাসার অধ্যায় পার করে একসময় গোপনে বিয়েও করেন তাঁরা। একসঙ্গে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবেন বলে ১০ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন শাকিব ও অপু। সংসার জীবনের কয়েক বছর পার হওয়ার পর সম্পর্কে ফাটল ধরা শুরু হয় তাঁদের।

সহপাঠীদের আঁকা ছবি দেখছে জয়
সহপাঠীদের আঁকা ছবি দেখছে জয়

সংসার জীবনের ছন্দপতনে শাকিব ও অপুর জীবনের দুটি পথ দুই দিকে বেঁকে গেছে। তাঁরা দুজন এখন আর এক ছাদের নিচে থাকেন না। তবে একমাত্র সন্তান আব্রাম খান জয় তাঁদের দুজনকে এক করেছে। দুই বছর আড়াই মাস বয়সী সন্তানের স্কুলে ভর্তি করানোকে কেন্দ্র করে তাঁরা দুজন গিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকার আইএসডি স্কুলে। প্রতিষ্ঠানটির প্রিস্কুল শাখায় ভর্তি হয়েছে জয়। সন্তান স্কুলে যাচ্ছে ভাবতেই বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস দুজনে ভীষণ উচ্ছ্বসিত।