হাসির পরিবর্তন করতে চাই: শানু

শানারেই দেবী সানু
শানারেই দেবী সানু
১৬ নভেম্বর মুক্তি পেয়েছে জঙ্গিবিরোধী ছবি ‘মিস্টার বাংলাদেশ’। আবু আকতারুল ইমান পরিচালিত এই ছবি প্রথম সপ্তাহে দেশের ৫০টি হলে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার শানারেই দেবী শানু


‘মিস্টার বাংলাদেশ’–এর মুক্তির এক সপ্তাহ হয়ে গেল, কেমন সাড়া পাচ্ছেন? 

মোটামুটি চলছে। মানুষ যে হুমড়ি খেয়ে ছবিটি দেখছেন, তেমনটি নয়। তবে প্রথম সপ্তাহে ঢাকায় বেশ ভালো চলেছে ছবিটি।

ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়েছে কি?
এটি দেশের গল্পের ছবি। আশা ছিল, সব শ্রেণির মানুষ ছবিটি দেখবেন। সেটি হয়নি। হতে পারে এই সময়টা আমাদের পক্ষে ছিল না। তা ছাড়া সেভাবে ছবিটির প্রচারও করতে পারিনি। তবে ছবিটির একটি অংশ যাঁদের উদ্দেশে নির্মাণ করা হয়েছে, সেই তরুণদের কাছে এর গ্রহণযোগ্যতা বেশ ইতিবাচক।

শুনলাম, কুমিল্লা, সিলেটসহ দেশের নানা জায়গায় আপনারা ঘুরছেন। প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখছেন। কেমন সাড়া পাচ্ছেন?
ছবির গল্পের শেষের দিকে জঙ্গিবাদে তরুণদের সম্পৃক্ততা দেখানো হয়েছে। ওই জায়গাগুলোতে দর্শকের মনোযোগ বেশি দেখেছি। তাঁরা এই জায়গাগুলোর বেশ প্রশংসা করেছেন।

এই ছবিতে কাজ করতে কেন রাজি হয়েছিলেন?
এটি আমার প্রথম ছবি। সেই হিসেবে নায়িকানির্ভর ছবিতেই কাজ করার কথা। কিন্তু এটি নায়িকানির্ভর ছবি নয়। ছবিটির গল্প শুনে মনে হয়েছে দেশের জন্য কিছু একটা করার সুযোগ পাওয়া গেল। দায়িত্ববোধের জায়গা থেকেই রাজি হয়েছি।

এর মধ্যে নতুন কোনো ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন কি?
হ্যাঁ। নতুন একটি ছবিতে কাজের কথাবার্তা হয়েছে। গল্প নিয়ে একবার বসেছি। তবে চূড়ান্ত হয়নি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে খবরটি দিতে পারব।

শেষ তিন প্রশ্ন
সুন্দরী প্রতিযোগিতা থেকে আসা বর্তমান সময়ের আমাদের কোন তারকার বিশ্বসুন্দরী হওয়ার যোগ্যতা আছে বলে মনে করেন?
যদিও বিষয়টি নিয়ে চিন্তা করার জায়গাটি কঠিন। তারপরও জাকিয়া বারী মম, মেহ্জাবীন ও বিদ্যা সিনহা মিমের বিশ্বসুন্দরী হওয়ার যোগ্যতা আছে বলে মনে করি।

সুযোগ হলে আপনার বিপরীতে নায়ক হিসেবে কাকে বেছে নেবেন—শাকিব খান, নাকি আরিফিন শুভ?
এই মুহূর্তে শাকিব খানকেই বেছে নেব। তবে শুভও আমার পছন্দের।

পরিবর্তন করার সুযোগ হলে নিজের চেহারার কোন জিনিসটি পরিবর্তন করতে চান?
হা হা হা...আমার চেহারার অনেক কিছু নিয়েই আফসোস আছে। তবে প্রথমে নাক ও হাসির পরিবর্তন করতে চাই।