আইয়ুব বাচ্চুর বন্ধুরা উদ্বোধন করবেন 'ব্যান্ড ফেস্ট'

আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

‘৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮’ উদ্বোধন করবেন প্রয়াত আইয়ুব বাচ্চুর সংগীতজীবনের বন্ধুরা। তাঁদের মধ্যে থাকবেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, শহীদ মাহমুদ জঙ্গী, ফেরদৌস ওয়াহিদ, ফয়সাল সিদ্দিকি বগী, ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, লাবু রহমান, কাজী হাবলুসহ আরও অনেকে। পাশাপাশি এবার এই উৎসব উৎসর্গ করা হবে আইয়ুব বাচ্চুকে। কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যান্ড ফেস্টে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ডের পরিবেশনায় থাকবে তাঁর একটি করে গান। এমনটাই জানালেন এই উৎসবের পরিচালক অনন্যা রুমা।

‘৪র্থ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’ আয়োজনে সবার সঙ্গে আইয়ুব বাচ্চু
‘৪র্থ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’ আয়োজনে সবার সঙ্গে আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুকে ছাড়াই এবার ব্যান্ড ফেস্টে অংশ নেবে এলআরবি। আরও গান করবে ফিডব্যাক, দলছুট, ডিফারেন্ট টাচ, জলের গান, উচ্চারণ, তরুণ, বাউলা, তিরন্দাজসহ ১৫টি ব্যান্ড। আইয়ুব বাচ্চুর গান ছাড়াও প্রতিটি ব্যান্ড নিজেদের জনপ্রিয় একটি গান করবে।

‘৩য় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬’ মঞ্চে আইয়ুব বাচ্চু, আনিসুল হক, কাজী হাবলু ও ফারজানা ব্রাউনিয়া
‘৩য় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬’ মঞ্চে আইয়ুব বাচ্চু, আনিসুল হক, কাজী হাবলু ও ফারজানা ব্রাউনিয়া

অনন্যা রুমা আরও জানান, রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই চত্বরে ‘৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮’ অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। যেহেতু বিজয়ের মাসের প্রথম দিন, তাই উৎসবের উদ্বোধনে আইয়ুব বাচ্চুর সংগীতজীবনের বন্ধুদের পাশাপাশি আরও থাকবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। ব্যান্ড ফেস্টের পরিবেশনা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

‘৪র্থ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সবার সঙ্গে ছিলেন আইয়ুব বাচ্চু
‘৪র্থ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সবার সঙ্গে ছিলেন আইয়ুব বাচ্চু

অনন্যা রুমা বলেন, ‘আইয়ুব বাচ্চুকে ছাড়া আমরা ব্যান্ড ফেস্ট করব, এমনটা কল্পনাও করিনি। ব্যান্ড ফেস্টের শুরু থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনিই ব্যান্ড ফেস্টের নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি নেই, কিন্তু তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অব্যাহত থাকবে।’