আমাকে নাকি খুব কিউট লাগছিল

পূর্ণিমা
পূর্ণিমা

১৯৯৩ সালের কথা। বাংলাদেশ টেলিভিশনে ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। ওই অনুষ্ঠানে ছিল পাপেট মিঠু আর মন্টি। খুব মজার অনুষ্ঠান ছিল। প্রথম দিন মায়ের সঙ্গে রামপুরার বিটিভি ভবনে যাই। গান শেখাতেন ফেরদৌসী রহমান। রেকর্ডের পর প্রতি শুক্রবার একটি করে পর্ব প্রচারিত হতো। সেদিন যখন অনুষ্ঠানটায় অংশ নিই, তখন তো ক্যামেরা কোথায় ছিল, দেখতে কেমন, এসব কিছুই জানা ছিল না। আমরা অনেক বাচ্চা টুলে বসে ফেরদৌসী আপার সঙ্গে গান করছি—এটাই ছিল বড় ব্যাপার।

‘ধানের দেশ, গানের দেশ’—গানটি আমরা শিখেছিলাম প্রথম দিন। অনুষ্ঠান শেষে জানতে পারি, এটা পরের শুক্রবার দেখানো হবে। এত দিন যে অনুষ্ঠান নিজে টেলিভিশনে দেখে আসছিলাম, সেই অনুষ্ঠানে আমাকে দেখানো হবে! আমার তো আর আনন্দ ধরে না!

আমরা ছয়টা পরিবার একটা কোয়ার্টারে থাকতাম। শুক্রবারে অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগেই বিল্ডিংয়ের সব ফ্লোরে গিয়ে আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি বাসায়। এরপর সবাইকে নিয়ে একসঙ্গে বসে অনুষ্ঠানটি দেখেছিলাম। দেখার সময় যে কী লজ্জা পাচ্ছিলাম! মা বলেছিলেন, টেলিভিশনে আমাকে নাকি খুব কিউট লাগছিল!