মাহতিম আত্মবিশ্বাসী: কনা

‘কিছু কথা’ গানের রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে কনা ও মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত
‘কিছু কথা’ গানের রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে কনা ও মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত

‘মাহতিমের বয়সে আমরা অনেক নার্ভাস ছিলাম। সংগীত পরিচালক আর জ্যেষ্ঠ সহশিল্পীদের ভয় পেতাম। সেই তুলনায় মাহতিম খুবই আত্মবিশ্বাসী। সে ভালো গায়। গানের প্রতি তার আগ্রহ আছে।’

ইউটিউবে গান প্রকাশ করে আলোচিত তরুণ মাহতিম শাকিবকে নিয়ে এ মন্তব্য করেছেন শিল্পী দিলশাদ নাহার কনা। আজ সোমবার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি।

কনার সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম। সংগীত পরিচালক নাভেদ পারভেজের স্টুডিওতে গতকাল রোববার গানটি ধারণ করা হয়েছে। ‘কিছু কথা’ শিরোনামের এই গানটি শোনা যাবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ওয়েব সিরিজ ‘কুয়াশা’য়। গানটির কথা লিখেছেন জনি হক।

জনপ্রিয় শিল্পীদের পরিচিত সব গান গেয়ে তা ইউটিউবে প্রকাশ করেন মাহতিম। তাঁর গাওয়া সেসব গান পছন্দ করেছেন তরুণেরা। অনেকে রীতিমতো মাহতিমের ভক্ত হয়ে গেছেন। এমনকি তারকারাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর গান শেয়ার করে মাহতিমের গানের প্রশংসা করেছেন। ফোন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কনা। এবার সেই মাহতিমের সঙ্গেই গাইলেন তিনি।

দেড় যুগের সংগীতজীবন কনার। এই দীর্ঘ সময়ে অনেক জ্যেষ্ঠ ও নবীন শিল্পীর সঙ্গে গান করেছেন তিনি। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। মাহতিম প্রসঙ্গে কনা বলেন, ‘অন্য শিল্পীর একটি গান কাভার করেছিল মাহতিম, আমি শুনেছিলাম। এরপর তাঁর কণ্ঠে “বুকের বাঁ পাশে” গানটি শোনার পর বেশ ভালো লাগে। প্রথম আলো থেকেই ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেছিলাম। ফোন করে গানটি নিয়ে ভালো লাগার কথা জানাই তাঁকে। আমার ফোন পেয়ে সে অবাক হয়েছিল। আমি বলেছিলাম, একদিন তোমার সঙ্গে হয়তো গান করব আমিও। কাল রেকর্ডিংয়ের আগে যখন জানতে পারলাম যে মাহতিম আমার সঙ্গে গাইবে, তখন বেশ মজাই পেলাম।’

মাহতিমের কণ্ঠ ধারণের সময় কনা ভাবছিলেন নিজের সংগীতজীবন নিয়ে। তা নিয়েই বলছিলেন, ‘আমরা যখন শুরু করি, অনেক ভীত ছিলাম। কিন্তু মাহতিমকে ভীত মনে হয়নি। এখনকার তরুণেরা ইউটিউবেই তাঁদের যোগ্যতা বুঝিয়ে দেয়। আর এ শিল্পীদের কিন্তু তাদের মেধা দেখেই সংগীত পরিচালকেরা ডাকেন। রেকর্ডিংয়ের সময় তার আগ্রহ দেখে আরও বেশি ভালো লেগেছে আমার।’

‘কিছু কথা’ স্যাড-রোমান্টিক ধাঁচের গান। সিরিজের আবেগঘন দৃশ্যে ব্যবহার করা হবে এটি। পরিচালক রাজ বলেন, ‘এই তরুণ খুবই সম্ভাবনাময়। তাঁর কণ্ঠটা দারুণ। এত কম বয়সেও গান সম্পর্কে সে ভালো ধারণা রাখে। তাই মনে হলো, এই ধরনের মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের নিয়ে কাজ করা উচিত।’

ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তিশা ও এ বি এম সুমন। এ ছাড়া আছেন শহীদুজ্জামান সেলিম। অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। রাজের গল্প নিয়ে ‘কুয়াশা’র চিত্রনাট্য করেছেন মারুফ রেহমান।