'দ্য উইজার্ড অব অজ' সর্বকালের সেরা সিনেমা

‘দ্য উইজার্ড অব অজ’ ছবির দৃশ্য
‘দ্য উইজার্ড অব অজ’ ছবির দৃশ্য

ইতালির গবেষকেরা বলছেন, ‘দ্য উইজার্ড অব অজ’ সর্বকালের সেরা প্রভাবশালী সিনেমা। প্রভাব বিস্তারকারী সিনেমার তালিকায় এর পরে আছে ‘স্টার ওয়ার্স’ ও ‘সাইকো’র নাম। নতুন ধরনের এই গবেষণায় সেরা প্রভাবশালী পরিচালক জর্জ কুকোর। তালিকায় তাঁর পরে আছেন ভিক্টর ফ্লেমিং ও আলফ্রেড হিচকক। সেরা অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন ও সেরা অভিনেত্রী লুইস ম্যাক্সওয়েল।

ইন্টারনেট মুভি ডেটাবেইস থেকে ৪৭ হাজার সিনেমা, ২০ হাজার পরিচালক ও প্রায় চার লাখ অভিনেতা-অভিনেত্রীর তথ্য বিশ্লেষণ করে ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের লিভিও বিয়োগলিও আর রুগেরো পেনসার নামের দুজন গবেষক প্রভাবশালী সিনেমা, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীর এই তালিকা করেছেন। ‘আইডেন্টিফিকেশন অব কি ফিল্মস অ্যান্ড পার্সোনালিটিস ইন দ্য হিস্ট্রি অব সিনেমা ফ্রম আ ওয়েস্টার্ন পারসপেক্টিভ’ শিরোনামের ২৩ পৃষ্ঠার গবেষণা প্রবন্ধ ৩০ নভেম্বর অনলাইন সাময়িকী অ্যাপ্লায়েড নেটওয়ার্ক সায়েন্সে প্রকাশিত হয়েছে।

গবেষকেরা সবচেয়ে প্রভাবশালী যে ২০টি সিনেমার তালিকা করেছেন, সেগুলোর সবই ১৯৮০ সালের আগে মুক্তি পাওয়া। গবেষকেরা বলছেন, ইন্টারনেট মুভি ডেটাবেইসে আছে মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার সিনেমার তথ্য-উপাত্ত। সুতরাং তাঁদের এই গবেষণা ফলাফল পশ্চিমা সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ।

গবেষকেরা বলছেন, সনাতন পদ্ধতিতে একটি চলচ্চিত্রের সাফল্য বিচার করা হয় প্রেক্ষাগৃহ থেকে কত আয় হয়েছে এবং পেশাদার সমালোচকেরা চলচ্চিত্রটি সম্পর্কে কী মতামত দিয়েছেন, তার ভিত্তিতে। তবে এই মূল্যায়নে ঝুঁকি থাকে। বিজ্ঞাপন ও চলচ্চিত্রের ধরন এই মূল্যায়নে প্রভাব রাখে। একটি চলচ্চিত্র দীর্ঘ সময়ে কী প্রভাব ফেলে, তা উপার্জনের পরিমাণ ও সমালোচকের মতামত থেকে পাওয়ার সম্ভাবনা কম থাকে।

মূল্যায়নের জন্য গবেষকেরা নতুন মানদণ্ড ব্যবহার করেছেন। তাঁরা দেখতে চেয়েছেন, একটি সিনেমা মুক্তি পাওয়ার পর তা অন্য সিনেমা তৈরির ক্ষেত্রে কী প্রভাব ফেলেছে। এই প্রভাব তাঁরা শিল্পকলা ও আর্থিক সাফল্যের দৃষ্টিকোণ থেকে পরিমাপ করেছেন। কোন বছর সিনেমাটি মুক্তি পেয়েছে, কোন ধরনের সিনেমা এবং কোন দেশের সিনেমা—সব বিষয় থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। বিশ্বব্যাপী অন্য সিনেমার ক্ষেত্রে এসব সিনেমার রেফারেন্স তাঁরা ঘাঁটে দেখেছেন।

মূল্যায়নের ক্ষেত্রে গবেষকেরা বিভিন্ন নেটওয়ার্কে শীর্ষ অবস্থান (ইনডিগ্রি), ঘনিষ্ঠ থাকার গুণাবলি (ক্লোজনেস), সামঞ্জস্যপূর্ণ হওয়া (হারমোনিক) এবং ওয়েবপেজের সংখ্যাগত ও গুণগত সংযুক্ততা (পেজর‍্যাঙ্ক)—এই চার বিষয়কে সূচক হিসেবে ব্যবহার করেছেন।

একই পদ্ধতি তাঁরা পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রেও ব্যবহার করেছেন। তাঁরা ১৯১০ থেকে ২০১০ সালকে মূল্যায়নের সময় হিসেবে বেছে নিয়েছেন।

সেরা ২০ সিনেমা
অবস্থান চলচ্চিত্রের নাম মুক্তি পাওয়ার বছর
১. দ্য উইজার্ড অব অজ (১৯৩৯)
২. স্টার ওয়ার্স (১৯৭৭)
৩. সাইকো (১৯৬০)
৪. কিং কং (১৯৩৩)
৫. ২০০১: আ স্পেস ওডেসি (১৯৬৮)
৬. মেট্রোপলিস (১৯২৭)
৭. সিটিজেন কেন (১৯৪১)
৮. দ্য বার্থ অব আ নেশন (১৯১৫)
৯. ফ্র্যাঙ্কেনস্টাইন (১৯৩১)
১০. স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন প্রফস (১৯৩৭)
১১. কাসাব্লাঙ্কা (১৯৪২)
১২. ড্রাকুলা (১৯৩১)
১৩. দ্য গডফাদার (১৯৭২)
১৪. জোয়াস (১৯৭৫)
১৫. নসফেরাতু, এইনে সিম্ফোনি...(১৯২২)
১৬. দ্য সার্চাস (১৯৫৬)
১৭. ক্যাবিরয়া (১৯১৪)
১৮. ড. স্ট্রেঞ্জলাভ অর: হাউ আই (১৯৬৪)
১৯. গন ইউথ দ্য ইউন্ড (১৯৩৯)
২০. ব্রোনেনোসেটস পোটেমকিন (১৯২৫)

জর্জ কুকোর
জর্জ কুকোর


সেরা ২০ পরিচালক
অবস্থান নাম কাজের সময়
১. জর্জ কুকোর (১৯৩০-১৯৮১)
২. ভিক্টর ফ্লেমিং (১৯২০-১৯৪৮)
৩. আলফ্রড হিচকক (১৯২৫-১৯৭৬)
৪. মার্ভিন লে-রয় (১৯২৮-১৯৬৪)
৫. স্টিভেন স্পিলবার্গ (১৯৬৪-২০২০)
৬. স্ট্যানলি কুব্রিক (১৯৫৩-১৯৯৯)
৭. নরম্যান টাওরগ (১৯৩০-১৯৬৮)
৮. কিং ভিদর (১৯২১-১৯৫৯)
৯. জর্জ লুকাস (১৯৬৯-২০০৫)
১০. মাইকেল কার্জ (১৯২২-১৯৬১)
১১. জেমস হেল (১৯৩০-১৯৪০)
১২. ফ্রান্সিস ফোর্ড কোপোলা (১৯৫৯-২০১১)
১৩. জেমস ক্যামেরুন (১৯৮১-২০২৫)
১৪. উইলফ্রেড জ্যাকসন (১৯৩৭-১৯৫৫)
১৫. স্যাম উড (১৯২০-১৯৪৯)
১৬. আর্নেস্ট বি স্কোডস্যাক (১৯২৫-১৯৫২)
১৭. মেরিয়ান সি কুপার (১৯২৫-১৯৫২)
১৮. বিলি উইলডার (১৯৪২-১৯৮১)
১৯. অর্সন ওয়েলস (১৯৩৮-১৯৯৩)
২০. হাওয়ার্ড হকস (১৯২৭-১৯৭০)

স্যামুয়েল এল জ্যাকসন
স্যামুয়েল এল জ্যাকসন


সেরা ১০ অভিনেতা
অবস্থান নাম চলচ্চিত্রের সংখ্যা
১. স্যামুয়েল এল জ্যাকসন (৮২)
২. ক্লিন্ট ইস্টউড (৫৪)
৩. টম ক্রুজ (৪১)
৪. আরনল্ড শোয়ার্জেনেগার (৩৮)
৫. জন ওয়েন (১১২)
৬. উইলেন ড্যাফো (৫৭)
৭. ব্রুস উইলিস (৬২)
৮. ভিনসেন্ট প্রিন্স (৭৫)
৯. ডেসমন্ড লিউলিন (১৮)
১০. অর্ড বন্ড (৭৩)

লুইস ম্যাক্মওয়েল
লুইস ম্যাক্মওয়েল


সেরা ১০ অভিনেত্রী
অবস্থান নাম চলচ্চিত্রের সংখ্যা
১. লুইস ম্যাক্মওয়েল (২৭)
২. ক্যারি ফিশার (৩৪)
৩. এম ও’সুলিভান (৪৩)
৪. হ্যালি বেরি (২৯)
৫. ড্রিউ ব্যারিমোর (৪৫)
৬. লিন শ্যেই (৬১)
৭. ক্যামেরন ডায়াসজ (২৯)
৮. জুলিয়েন ম্যুর (৪৯)
৯. ফে ডানঅ্যাওয়ে (৪১)
১০. বেথ গ্রান্ট (৪১)