একই ফ্রেমে ১৯৭১ ও ২০১৮

রেদওয়ান রনি বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন এয়ারটেলের জন্য
রেদওয়ান রনি বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন এয়ারটেলের জন্য

‘আমার নির্মাতা জীবনে এটা বড় চ্যালেঞ্জ ছিল। একই চরিত্রের দুই ভিন্ন সময়ে একই ধরনের দৃশ্যের রূপায়ণ এর আগে এখানে দেখা যায়নি। কাজেই সম্পূর্ণ নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ফ্রেম বাই ফ্রেম ১৯৭১ এবং ২০১৮ সাল মিলিয়ে শুটিং করতে হয়েছে। শেষ পর্যন্ত আমাদের মেধাবী সব নির্মাণশিল্পীর সহযোগিতায় তা সম্ভব হয়েছে।’ বললেন রেদওয়ান রনি। মহান বিজয় দিবস উপলক্ষে তিনি একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছেন।

গল্পটি শোনার পর থেকে এটি নির্মাণের জন্য এক ধরনের উত্তেজনা অনুভব করেছেন নির্মাতা
গল্পটি শোনার পর থেকে এটি নির্মাণের জন্য এক ধরনের উত্তেজনা অনুভব করেছেন নির্মাতা

রেদওয়ান রনি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের একটি গল্প বলতে চেয়েছি। এখানে দর্শক একই সময়ে পর্দায় ১৯৭১ সালের বিজয় যেমন দেখবে, পাশাপাশি ২০১৮ সালের সাফল্যের গল্পও দেখবে। আমি এই কাজটিকে বলছি ১৯৭১ থেকে ২০১৮ টাইম ট্রাভেলিং। এখানে দর্শকের হাতে থাকবে টাইম মেশিনের সুইচ। পর্দায় ক্লিক করলেই একই চরিত্রের রূপায়ণে দেখতে পাবে ১৯৭১ সালে বিজয়ের গল্প আবার আরেকটি ক্লিক করলেই ফিরে এসে সেই তাদেরই দেখবে বর্তমান সময়ের গল্পে।’

রেদওয়ান রনি
রেদওয়ান রনি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক রেদওয়ান রনি বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন এয়ারটেলের জন্য। বিজয়ের গল্প বলার নতুন এই ভাবনা বিটপী অ্যাডভারটাইজিংয়ের সাকিব চৌধুরী, মোস্তফা মনোয়ার আর ফারুক শামসের।

কাজ শুরুর অভিজ্ঞতা প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘প্রথম যখন গল্পটা শুনেছি, তখন থেকেই এটা নির্মাণের জন্য আমার মাঝে এক ধরনের উত্তেজনা অনুভব করেছি। একসময় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’