ভারত ও অভিনয় ছেড়ে চলে যাচ্ছেন তনুশ্রী

তনুশ্রী দত্ত ও নানা পাটেকার
তনুশ্রী দত্ত ও নানা পাটেকার

পাঁচ মাস আগে যুক্তরাষ্ট্র থেকে ভারতের মুম্বাইতে এসেছিলেন বলিউড তারকা ও সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। ঘুণাক্ষরেও ভাবেননি, তাঁর এবারের ভারত সফর এতটা ঘটনাবহুল হবে। এর আগে ভারতে গিয়ে মাসখানেক থেকে তিনি ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এবার পাঁচ মাস কাটিয়ে ফিরে যাচ্ছেন তিনি। এবার যাচ্ছেন একটা বিপ্লবের মুকুট মাথায় নিয়ে, ভারতে ‘মি টু’ আন্দোলনের মশাল জ্বালিয়ে দিয়ে।

নিজের দেশ ভারতে ‘মি টু’ আন্দোলনের সূচনা করেছেন তনুশ্রী দত্ত। বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তাঁর আনা যৌন হয়রানির অভিযোগের মামলাটি এখনো চলমান। তিনি চলে গেলে সেই মামলার কী হবে? এ প্রসঙ্গে বলেছেন, ‘অনেক বছর আমি ওই ক্ষত নিয়ে কাটিয়েছি। মামলা চলার জন্য আমার শারীরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। আইনগত ব্যবস্থা যদি নেওয়া হয়, আমি অনুপস্থিত থাকলেও হবে। আমাকেই যদি থাকতে হয়, তাহলে আইনের কাজ কী?’

তনুশ্রী দত্ত
তনুশ্রী দত্ত

তাঁর উসকে দেওয়া এ আন্দোলনের ভবিষ্যৎ কী? তিনি বলেন, ‘আজ এটা গরম খবর। হয়তো কয়েক দিন পর এটা হয়ে যাবে বাসি। তবে এটাকে আমি দেখতে চাই একটি বিপ্লব হিসেবে। এটি এমন এক পরিবেশ তৈরি করেছে যে নিপীড়কেরা সচেতন হয়েছে। একজন নারী তাঁদের নিপীড়কের নাম প্রকাশ করতে শিখেছে। এটাই ওই পুরুষদের জন্য একটি বড় শিক্ষা। ভবিষ্যতে এমন ঘটনা খুব বেশি ঘটবে না, এটাই আমার প্রত্যাশা। সমাজ থেকে এই ধরনের ঘটনাকে মুছে ফেলতে হবে।’

প্রায় এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেটে তনুশ্রী দত্তের সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেছিলেন অভিনেতা নানা পাটেকর। এবার ভারতে এসে সেই বিষয়ে মুখ খোলেন তনুশ্রী। কেননা হলিউডে তখন চলছিল ‘মি টু’ আন্দোলন। গত অক্টোবরে নানা পাটেকরের বিরুদ্ধে মামলা করা হয়। যদিও নানা পাটেকরের আইনজীবীর দাবি, এ ঘটনা পুরোপুরি মিথ্যা।

তনুশ্রী দত্ত
তনুশ্রী দত্ত

তনুশ্রী দত্তের সাহস ছড়িয়ে পড়েছিল বলিউডে। বাঘা বাঘা সব পুরুষ—পরিচালক, প্রযোজক, গায়ক ও অভিনেতার মুখোশ খসে পড়েছিল এ আন্দোলনের ঝোড়ো হাওয়ায়। যৌন নিপীড়নের শিকার অনেক নারী তাঁদের পুরোনো অপমানের গোপন কথা জনসমক্ষে এনেছেন। অবশ্য তাঁদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। প্রমাণ করতে পারেননি যে ওই পুরুষেরা অপরাধী। কেবল পরিচালক সাজিদ খানকে তাঁর ছবি থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, বলিউডে আর অভিনয় করবেন না তনুশ্রী দত্ত। যুক্তরাষ্ট্র ফিরে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জীবন তো থেমে যায়নি। আমি অনেক সময় ও অর্থ বিনিয়োগ করেছি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য। ওই দেশেই আমার ভবিষ্যৎ। আমার মনে হয়, এখন সেখানে চলে যাওয়া উচিত। হয়তো কখনো আবার ফিরব।’ হিন্দুস্তান টাইমস

তনুশ্রী দত্ত
তনুশ্রী দত্ত