এসেছে জয়ের 'অর্পিতা'

‘অর্পিতা’ ছবির পোস্টার
‘অর্পিতা’ ছবির পোস্টার

‘অর্পিতা’ ছবিটি যখন শাহরিয়ার নাজিম জয় তৈরি করছিলেন, তখন বলেছিলেন, ছবিটি তিনি নারী দিবস উপলক্ষে মুক্তি দিতে চান। মধ্যবিত্ত নারীদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প নিয়ে তিনি ছবিটি তৈরি করেছেন। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য আর গানের কথা লিখেছেন তিনি। পাশাপাশি পরিচালনাও করেছেন। জয় ছোট পর্দার তারকা। উপস্থাপক হিসেবেও তিনি এখন যথেষ্ট জনপ্রিয়। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ছবিটি মুক্তি দিয়েছে গতকাল শুক্রবার।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এবারই প্রথম তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এটা প্রথম সিনেমা, তাই আমি খুবই উচ্ছ্বসিত। গল্পটা অসাধারণ। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

শহরের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা আর পূজা। তারাই ছবির মূল চরিত্র। পূজার চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। তিনি সাধারণত নাটকেই অভিনয় করেন। তখন বলেছিলেন, ‘সিনেমা আর নাটকের মধ্যে অনেক পার্থক্য। শুটিংয়ের প্রথম দিন বুঝতেই পারিনি কী করছি। অনুভূতিটা মিশ্র মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, পারছি আমি? শেষ পর্যন্ত কাজটা ভালোভাবেই শেষ করেছি।’

শাহরিয়ার নাজিম জয়ের প্রথম ছবি ‘প্রার্থনা’। এই ছবিরও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। তাঁর দ্বিতীয় ছবি ‘অর্পিতা’ একই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে। তিনি বললেন, ‘একজন কাহিনিকার হিসেবে আমি অনেক সাড়া পেয়েছি, প্রশংসিত হয়েছি। “অর্পিতা”র গল্প আমারই লেখা, তাই ছবিটি ভালোভাবে নির্মাণ করার চেষ্টা তো ছিলই। আমি কৃতজ্ঞ ইমপ্রেস পরিবারের প্রতি।’

‘অর্পিতা’ ছবিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স আর টাঙ্গাইলের কেয়া সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।