পুরস্কারের অর্থ দিয়ে ঘরের চাল!

সালমান আলী
সালমান আলী

চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে সালমান আলীর পরিবার। ভারতের হরিয়ানার ছেলে সালমান আলী ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। এবার জানা গেল, সালমান আলী ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁরা যে ঘরে থাকেন, তাতে সেভাবে কোনো চাল নেই। পুরস্কারের অর্থ দিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান এবারের ‘ইন্ডিয়ান আইডল’। পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে চান। শুরুতেই ঘরের চাল দেবেন, যাতে বৃষ্টি এলে আর তাঁদের ঘরের ভেতরে ভিজতে না হয়, কিংবা শীতের রাতে আর যেন কুয়াশা ঘরের ভেতরে ঢুকতে না পারে। নানা কারণে তাঁদের ঋণ নিতে হয়েছিল। এবার সেই ঋণও পরিশোধ করবেন। আরও জানালেন, কখনো যদি তেমন সুযোগ পান, তাহলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।

কিছুদিন আগেও বিয়েবাড়িতে গান গেয়ে যে অর্থ পেয়েছেন, তাই দিয়ে কোনোমতে বেঁচেছিলেন সালমান আলী ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তা দিয়ে বাড়ি সংস্কার করার কোনো সুযোগ ছিল না।

‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সালমান আলী
‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সালমান আলী

সালমান আলী গান শিখছেন সাত বছর বয়স থেকে। আগামী দিনেও গান নিয়েই থাকতে চান। এখন তিনি পড়ছেন স্থানীয় একটি স্কুলে, ক্লাস নাইনে। গানের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন। তবে তাঁর ইচ্ছা, যেভাবেই হোক বলিউডের সঙ্গে নিজেকে যুক্ত করবেন। তাঁর চোখেমুখে সেই প্রত্যয়। এরই মধ্যে বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ ছবিতে গান গেয়েছেন সালমান আলী। এবার বললেন, ‘বলিউডে কিছু করতে চাই।’

‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর সালমান আলী বলেছেন, ‘আমরা সবাই এখানে একটি পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। সবাই এখানে জিততে এসেছিলাম। তবে আমি ভেবেছিলাম, যদি জিততে না–ও পারি, অনেক মানুষের ভালোবাসা তো পাব।’ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি দর্শক ও বিচারকদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা আমাকে এ জায়গায় পৌঁছে দিয়েছেন।’

পুরস্কার হিসেবে সালমান আলী পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ লাখ রুপি ও নতুন গাড়ি
পুরস্কার হিসেবে সালমান আলী পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ লাখ রুপি ও নতুন গাড়ি

হরিয়ানার যেখানে সালমান আলীর বাড়ি, সেই গ্রামে এখন আনন্দের বন্যা বইছে। সে খবর পৌঁছে গেছে মুম্বাইয়ে সালমান আলীর কাছেও। তিনি বললেন, ‘আমার গ্রামের মানুষ খুব খুশি। ওখানে মিষ্টি বিলি হয়েছে। শুনেছি, বাজিও ফাটানো হচ্ছে।’

গত রোববার রাতে সনি চ্যানেলে প্রচার করা হলো ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার দশম সিজনের গ্র্যান্ড ফিনালে। এ অনুষ্ঠানে এসেছিলেন ‘জিরো’ ছবির তিন তারকা শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মনীশ পল। বিচারকের আসনে ছিলেন নেহা কাক্কর, আনু মালিক ও বিশাল দাদলানি। প্রতিযোগিতার মধ্যপথে আনু মালিকের বিরুদ্ধে ‘হ্যাশট্যাগমি টু’র অভিযোগ ওঠে। তখন তিনি এই রিয়্যালিটি শো থেকে বেরিয়ে যান। পরে তাঁর বদলে বিচারক হিসেবে যোগ দেন জাভেদ আলী।

‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ খানের সঙ্গে সালমান আলী
‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ খানের সঙ্গে সালমান আলী

গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচে ছিলেন সালমান আলী, নীলাঞ্জনা রায়, নিতিন কুমার, অঙ্কুশ ভরদ্বাজ ও ভিবর কুমার। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অঙ্কুশ ভরদ্বাজ আর তৃতীয় নীলাঞ্জনা রায়।

চ্যাম্পিয়ন হওয়ার পর সালমান আলী বলেন, ‘আমি ভাষা হারিয়েছি। এখনো বিশ্বাস করতে পারছি না, আমি “ইন্ডিয়ান আইডল ১০” জিতেছি। ইন্ডিয়ান আইডল ও সনি আমার স্বপ্নকে বাঁচার সুযোগ করে দিয়েছে। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এখানে অনেক কিছু শিখেছি। অনেক গুণী মানুষের সামনে পারফর্ম করার সুযোগ হয়েছে। দর্শকদের ভালোবাসায় এ পর্যন্ত আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।’