রিকশায় চড়ে মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে শাকিব

মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে যান শাকিব খান
মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে যান শাকিব খান

‘নির্বাচনের কারণে সব শুটিং বন্ধ। সারা দিন বাসায় ছিলাম। বাবা (মোহাম্মদ আবদুর রব) তাঁর বন্ধুদের সঙ্গে সকালেই ভোট দিতে যান। অনেক দিন পর বাসায় পেয়ে মা আমার জন্য অনেক পদের রান্না করেন। মায়ের রান্না করা খাবার খেয়ে দুপুরের পর মা-ছেলে একসঙ্গে ভোট দিতে যাই। গাড়ি নয়, মাকে নিয়ে রিকশায় চড়ে যাই ভোট দিতে। অন্য রকম সময় কাটল আমাদের।’ ভোট দেওয়া শেষে প্রথম আলোকে বললেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান

শাকিব খান ঢাকার গুলশানের বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে প্রার্থী হয়েছেন বরেণ্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ধানের শীষ প্রতীকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে নৌকার পক্ষে ভোট চেয়ে কিছুদিন আগে একটি ভিডিও বার্তা দেন শাকিব খান। তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যত ভিডিও পোস্ট হয়েছিল, তার মধ্যে শাকিব খানের ভিডিওটি সবচেয়ে বেশি দেখা হয় এবং শেয়ার হয়।

আজ ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগের দিন প্রথম আলোকে জানান, সকালেই ভোট দিতে কেন্দ্রে যাবেন তিনি। কিন্তু মাকে সঙ্গে নিয়ে যাবেন বলে সকালে বের হননি। বেলা তিনটার পর শাকিব খান রিকশায় চড়ে তাঁর মা রেজিয়া বেগমকে নিয়ে গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে যান। মায়ের সঙ্গে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বেশ উৎফুল্ল ছিলেন। ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে হাসিমুখে মাকে নিয়ে বের হয়ে আসেন শাকিব খান।

মায়ের সঙ্গে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান শাকিব খান
মায়ের সঙ্গে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান শাকিব খান

শাকিব খান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, তাদের সরবরাহকৃত স্টিকার ছাড়া কোনো ধরনের যানবাহন রাস্তায় চলাচল নিষেধ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ভাবলাম, রিকশায় চড়ে মায়ের সঙ্গে ভোট দিতে যাই। অনেক দিন রিকশায় চড়া হয় না, এক সুযোগে দুটোই হবে।’
শাকিব আরও বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলায় মা-বাবার সঙ্গে প্রায়ই রিকশায় চড়তাম। এ ছাড়া বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল, মজা করে ভ্যানেও চড়েছি। এখন শুটিংয়ে দরকার হলে মাঝেমধ্যে এসব অভিজ্ঞতা হয়, তাও শুটিং স্পটে। আজ অনেক দিন পর ঢাকার রাস্তায় মায়ের সঙ্গে আপন মনে রিকশায় চড়লাম। চারদিকে উৎসবমুখর একটা পরিবেশ দেখেছি। পুরোটা সময় আমি দারুণ উপভোগ করেছি।’

শাকিব খানের ভোটকেন্দ্র তাঁর গুলশানের বাসার পাশেই। তাই মাকে নিয়ে রিকশায় চড়ে চলে আসেন তিনি। আসার সময় আশপাশের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন। শাকিব খান বলেন, ‘কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। সুন্দরভাবে সবাইকে ভোট দিতে দেখলাম। প্রথমে ভেবেছিলাম, বিকেলের দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে, ধারণা পাল্টে গেছে। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছে। ভোট দিতে গিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, যাঁদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। সময়টা ভালোই কেটেছে।’