আমার রাঁধতে ভালো লাগে: জাহিদ হাসান

জাহিদ হাসান
জাহিদ হাসান
>

আজ রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’-এর ৭৫ তম পর্ব। আদিবাসী মিজান ও জাকির হোসেনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকসহ এই সময়ের বেশ কিছু বিষয় নিয়ে কথা হলো জাহিদ হাসানের সঙ্গে। 

‘মিস্টার টেনশন’–এর ৭৫ তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। আপনার কেমন লাগছে বা দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
এটা তো আসলে আমি বলতে পারি না। সবাই তো নিজেরটা ভালোই বলবে। তবে আমি বলার চেয়ে দর্শকেরা ‘ভালো’ বলা ভালো। এনটিভির মতো চ্যানেলে একটা নাটক ৭৫ পর্ব পার করছে, এটা নিশ্চয় ভালো হচ্ছে বলেই করছে। আমি মাঝেমধ্যে ছেড়ে দিতে চেয়েছি। কিন্তু পরিচালকসহ সবার আগ্রহে এখনো নাটকটিতে নিয়মিত অভিনয় করছি।

আপনাকে এই সময়ে অভিনয়ে খুব কম দেখা যাচ্ছে?
ভালো চিত্রনাট্য পাই না। এ কারণে কমিয়ে দিয়েছি। ভালো চিত্রনাট্য না পাওয়ার কারণে কাজটা উপভোগ করছি না। এই বয়সে এসে ওই রকম কমেডি অভিনয় করতে ইচ্ছা করে না। আমাদের এখানে নির্মাণে যত্নের খুব অভাব, পরিকল্পনার অভাব। চ্যানেলের যে দোষ দেব, সেটাও দিতে পারছি না। সব মিলিয়ে আসলে শক্ত নীতিমালা নেই, এটাই সমস্যা।

এই ক্ষেত্রে প্রথম সারির অভিনেতা হিসেবে কি আপনাদের কিছু করার নেই?
না। এটা করার সুযোগ আমাদের হাতে নেই। এটা নীতিনির্ধারকদের হাতে। একটা উদাহরণ দিই, আমাদের দেশে নীতিমালা আছে টেলিভিশনে ৭-১০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার করতে পারবে। কিন্তু আমাদের দেশে এমনও চ্যানেল আছে ৯০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার হয়। কিছু করার নেই।

কিছুদিন আগে নির্বাচনী প্রচারণায় আপনাকে দেখা গেল। নতুন সরকারের কাছে প্রত্যাশা কী?
মাত্র তো শপথ নিল। একটু গুছিয়ে নিতে সময় লাগবে। সরকার সব সময় শিল্পীদের পক্ষে থাকবে এবং আমাদের সবার জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা করি।

ভবিষ্যতে কি রাজনীতিতে আসার ইচ্ছা আছে?
না। আপাতত সে রকম ইচ্ছা নেই। সময় বলে দেবে কী করব।

এখন তাহলে কী নিয়ে ব্যস্ততা আপনার?
আমি ব্যবসা করার পরিকল্পনা করছি। শুরু করেছি। দেখা যাক।

শেষ তিন প্রশ্ন
আপনি কি রান্না করতে পারেন?
খিচুড়ি, গরুর মাংস, ডিমভাজি, হাঁস আমার রাঁধতে ভালো লাগে।

এই সময়ের অভিনেত্রীরা আপনাকে খুব পছন্দ করেন। কারণ কী?
(হাসি) কারা পছন্দ করেন? জানি না তো।

এখনো কোন খাবারটি সামনে পেলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন?
সুস্বাদু খাবার হলেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।