সৃজিতের ছবিতে গাইলেন নোবেল

মাঈনুল আহসান নোবেল
মাঈনুল আহসান নোবেল

ভারতের জি বাংলা টেলিভিশনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল। এর মধ্যেই দুই বাংলাতে জনপ্রিয় হয়েছেন তিনি। তাঁর গান মানেই আলোচনা। ফেসবুকে ভাইরাল। সেই জনপ্রিয়তার মধ্যেই এল নোবেলের নতুন খবর। গাইলেন একটি চলচ্চিত্রের গান। তবে সেটি বাংলাদেশের কোনো চলচ্চিত্রে নয়, কলকাতার চলচ্চিত্রে। ভিঞ্চি দা নামে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার অন্যতম সেরা পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমাসংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রে খবরটি পাওয়া গেছে।

আর গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় আরেক সংগীতশিল্পী অনুপম রায়। গানটি লেখাও তাঁরই। তবে এসব বিষয়ে এখনই কোনো কথা বলতে চাইছেন না গানসংশ্লিষ্ট কেউ। কলকাতা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয় সৃজিত মুখার্জির সঙ্গে। তিনি বললেন, ‘আমার ছবির গান নিয়ে এখনই কিছু বলতে চাই না।’

তবে নোবেলের গান নিয়ে সৃজিত মন্তব্য করলেন, ‘বেশ ভরাট গলা। খুব ভালো লেগেছে ওর গান।’ চলচ্চিত্রে গান গাওয়া প্রসঙ্গে যোগাযোগ করা হয় নোবেলের সঙ্গে। কিন্তু তিনিও নীরবতা পালন করেন। বলেন, ‘এখনই কিছু বলতে পারব না আমি। সময়মতো জানাব।’

জানা গেছে, ভিঞ্চি দা ছবিটির শুটিং এরই মধ্যে শেষ। আগামী এপ্রিল বা জুনে দর্শকের জন্য প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। যেখানে থাকবে নোবেলের গানও।