'মাধুরীর সঙ্গে দেখা হবে ভাবিনি'

বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখ ও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত
বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখ ও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত

ভারতের সনি টেলিভিশনের নাচ–বিষয়ক রিয়্যালিটি শো ‘ড্যান্স প্লাস’-এর সিজন ফোর-এ অতিথি হিসেবে আমন্ত্রণ পান বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিওতে এই রিয়্যালিটি শোর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। আর সেখানেই হৃদি দেখা পেয়ে যান তাঁর নাচের আদর্শ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। এত সহজেই মাধুরীর দেখা পাবেন ভাবেননি তিনি। এভাবে প্রিয় অভিনয়শিল্পীকে কাছে পেয়ে চমকে যান হৃদি। প্রথম আলোকে আজ বৃহস্পতিবার মুম্বাই থেকে মাধুরীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানান তিনি।

ভারতের মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিওতে মঙ্গলবার ‘ড্যান্স প্লাস’ সিজন ফোর-এর শুটিং হয়। মাসখানেক পর এই আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। তার আগের একটি পর্বের জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় আগের আসরের দল ‘হাউস অব সুরাজ’কে। যে দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের হৃদি।

হৃদি বলেন, ‘আমি এক বছর আগে ওই আসরে অংশ নিয়েছিলাম। এখনো সবাই আমাকে যেভাবে মনে রেখেছে, তা আমাকে বিস্মিত করেছে। রেমো স্যার (কোরিওগ্রাফার রেমো ডি সুজা) আমাকে সারপ্রাইজ দেন। তিনিই আমাকে জানান, মাধুরী ম্যাডামের কথা। আমি তো তাঁকে সামনে দেখে কিছুই বলতে পারছিলাম না। বলতে পারেন, বাক্‌রুদ্ধ হয়ে যাই। যাঁকে স্বপ্নে দেখি, তাঁকে সামনাসামনি দেখছি। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি।’

নাচের মাধ্যমেই পরিচিত পান হৃদি শেখ। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র আর গানের ভিডিওতে মডেলও হয়েছেন তিনি। রাশিয়ায় জন্ম ও বেড়ে ওঠা বাঙালি এই তরুণী আলোচনায় আসেন ভারতীয় টেলিভিশনে নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে। স্টার প্লাসের ‘ড্যান্স প্লাস’ সিজন থ্রিতে হৃদির দলের নাম ছিল ‘হাউস অব সুরাজ’। এ দলের হয়ে বাংলাদেশের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এখন চলছে ওই রিয়্যালিটি শোর চতুর্থ আসর। এই আসরে এবার হৃদিকে আমন্ত্রণ জানানো হয়েছে অতিথি প্রতিযোগী হিসেবে।

হৃদি বলেন, ‘আমি মাধুরী ম্যাডামের পাশেই বসেছিলাম। তাও আবার দুই ঘণ্টা। এটা আমার জীবনে এখন পর্যন্ত সেরা মুহূর্ত। ছোটবেলায় তাঁর অভিনীত সিনেমার গানগুলো দেখে আমি নাচ শিখেছি। এখন কিনা সরাসরি দেখছি তাঁকে!’

মুম্বাই থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন হৃদি। বললেন, ‘সামনে আমার বেশ কিছু কাজ আছে। কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়েরও শিডিউল দেওয়া আছে।’