ঢাকায় মৃণাল সেনকে স্মরণ

জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মৃণাল সেনের স্মরণসভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী
জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মৃণাল সেনের স্মরণসভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সভাপতি প্রেমেন্দু মজুমদার, নির্মাতা আকরাম খান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুর রহিমসহ গুণী নির্মাতা ও কলাকুশলীদের অনেকেই উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন। তিনি ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের প্রয়াণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শোকাহত। মৃণাল সেন স্মরণে বাংলাদেশে স্মরণসভার আয়োজন করা হয়েছে।