এগিয়ে 'রোমা', গাগা পেলেন পুরস্কার

লেডি গাগা
লেডি গাগা

গোল্ডেন গ্লোবে ফসকে গিয়েছিল সেরা অভিনেত্রীর পুরস্কারটি। তবে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে আর হার নয়, জয়ী হলেন লেডি গাগা। মার্কিন এই গায়িকার হাতে উঠল সেরা অভিনেত্রীর পুরস্কার। আর গোল্ডেন গ্লোবের মতো ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডেও ‘রোমা’ জিতে নিল পুরস্কার–সন্ধ্যার বড় স্বীকৃতিগুলো। মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে আলফনসো কুয়ারন পরিচালিত চলচ্চিত্রটি।

মেক্সিকান নির্মাতা আলফনসো কুয়ারনের সাদাকালো ছবি রোমা পুরস্কার জিতেছে সেরা চলচ্চিত্র, সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রহণ বিভাগে। পুরস্কার গ্রহণ করতে এসে কুয়ারন কৌতুকের ছলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেন। ঠাট্টা করে বলেন, ‘অধিকাংশ মেক্সিকানই আদতে খারাপ হয় না, যেমনটা আমাদের দেখানো হয়।’ রোমার জন্য আলফনসো কুয়ারন গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা পরিচালক ও সেরা ভিনদেশি ভাষায় নির্মিত ছবির পুরস্কার জিতেছেন সম্প্রতি।

গোল্ডেন গ্লোব বিজয়ীদের সঙ্গে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকাটা এ বছর অনেকটাই মিলে গেছে। ওই আসরের মতো ক্রিটিকস চয়েজেও সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন দ্য ওয়াইফ ছবির জন্য গ্লেন ক্লোজ। তবে ব্যতিক্রম হিসেবে গ্লেন ক্লোজের সঙ্গে যৌথভাবে পুরস্কার গেছে আ স্টার ইজ বর্ন ছবির নায়িকা লেডি গাগার হাতেও। পুরস্কার পেয়ে আপ্লুত গাগা বলেন, এই জয় তাঁকে অভিনয়ের অনুপ্রেরণা জোগাল। তিনি সামনে এমন ভালো ছবিতে অভিনয়ের জন্য অপেক্ষায় থাকবেন। সূত্র: এএফপি।

বিজয়ীর তালিকা

সেরা চলচ্চিত্র
রোমা

সেরা অভিনেতা
ক্রিশ্চিয়ান বেল (ভাইস)

সেরা অভিনেত্রী
গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ) ও লেডি গাগা (আ স্টার ইজ বর্ন)

সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা
মহের্শালা আলী (গ্রিন বুক)

সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী
রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

তরুণ অভিনেতা/অভিনেত্রী
এলজি ফিশার (এইটথ গ্রেড)

সেরা পরিচালক
আলফনসো কুয়ারন (রোমা)

সেরা চিত্রগ্রহণ
রোমা

সেরা অ্যানিমেটেড ছবি
স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার–ভার্স

সেরা অ্যাকশন ছবি
মিশন: ইম্পসিবল-ফলআউট

সেরা কমেডি
ক্রেজি রিচ এশিয়ানস

সেরা সাই–ফাই/ভৌতিক ছবি
আ কোয়াইট প্যালেস

সেরা ভিনদেশি ভাষায় নির্মিত ছবি
রোমা

সেরা গান
শ্যালো (আ স্টার ইজ বর্ন)

সেরা আবহসংগীত
ফার্স্ট ম্যান

সেরা ড্রামা সিরিজ
দ্য আমেরিকানস

সেরা কমেডি সিরিজ
দ্য মার্ভেলাস মিসেস মাইজেল

সেরা লিমিটেড সিরিজ
দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভারসাচি: আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা টিভি মুভি
জিসাস ক্রাইস্ট সুপারস্টার লাইভ ইন কনসার্ট

সেরা অ্যানিমেশন সিরিজ
বোজ্যাক হোর্সম্যান