মানসম্মত চলচ্চিত্র হওয়াই আসল কথা

প্রযোজক, পরিবেশক ও তাত্ত্বিক সিডনি লেভিন
প্রযোজক, পরিবেশক ও তাত্ত্বিক সিডনি লেভিন

প্রচলিত একটা ধারণা হচ্ছে, চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার ধরতে হলে নির্মাতা বা সংশ্লিষ্টদের স্বনামখ্যাত বা তারকা হওয়া জরুরি। মোটেও তা নয়, বরং চলচ্চিত্র মানসম্পন্ন হওয়াটাই আসল কথা। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও তাত্ত্বিক সিডনি লেভিন। আইএমডিবি, ফিল্ম ফাইন্ডারসসহ বেশ কিছু জনপ্রিয় অনলাইন চলচ্চিত্র প্রদর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা এই নারী বলেন, ‘দিন শেষে পর্দায় আমরা কী দেখছি, সেটা গুরুত্বপূর্ণ।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত গতকাল তথ্য আদান-প্রদানমূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’–এ এই মন্তব্য করেন তিনি। রোববার দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নির্মাতাসহ উৎসবে আগত আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের প্রযোজক, পরিবেশক, পরিচালক, নির্মাতা, উৎসব–সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ বলেন, ‘দেশীয় নির্মাতাদের ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো অর্থলগ্নি। পশ্চিমাদের তুলনায় দেশীয় নির্মাতারা অনেক কম বাজেটে চলচ্চিত্র নির্মাণ করতে বাধ্য হচ্ছেন। এতে চলচ্চিত্রের গুণগত মান নিয়ে বেশি ভাবার সুযোগ তৈরি হচ্ছে না।’

চলচ্চিত্রের বিষয়বস্তু নির্ধারণ ও তা সঠিকভাবে ফুটিয়ে তোলাই নির্মাতার প্রধান উদ্দেশ্য—এমন মন্তব্য করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতারা শুধু নিজের দেশের বা উপমহাদেশের প্রেক্ষাপটে নয়, বরং বৈশ্বিকভাবে চিন্তা করবেন। বিভিন্ন উৎসবে চলচ্চিত্র বাছাইয়ের ক্ষেত্রে প্রোগ্রামাররাই বড় ভূমিকা রাখেন। তাই নির্মাতাদের গল্প সম্পর্কে আরও বেশি সিলেক্টিভ হতে হবে বলে উল্লেখ করেন ফারুকী।

বাংলাদেশে কোনো অফিস নেই নেটফ্লিক্সের, তারপরও কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই তারা বছরে প্রায় ১২০ কোটি বাংলাদেশি টাকা আয় করছে এ দেশের সাবস্ক্রাইবারদের মাধ্যমে। তাই ভবিষ্যতে এই কোম্পানি বাংলাদেশি নির্মাতাদের ওপর বিনিয়োগ করবে বলে আশা করেন তরুণ নির্মাতা আবু শাহেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। শেষবেলায় ধন্যবাদ জানান চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।